বাংলাবান্ধা জিরো পয়েন্ট
বাংলাবান্ধা জিরো পয়েন্ট (Banglabandha Zero Point) পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়া অবস্থিত। তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে হিমালয়ের কোল ঘেঁষা মহানন্দা নদীর তীরে ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী প্রায় ১০ একর জমিতে বাংলাবান্ধা জিরো পয়েন্ট (Banglabandha Zero Point) অর্থাৎ বাংলাবান্ধা স্থল বন্দর নির্মাণ করা হয়। এই বাংলাবান্ধা স্থল বন্দরের মাধ্যমে ভারত, নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে।
কংক্রিট দিয়ে নির্মিত বিশালাকৃতির একটি জিরো এর দেখা মিলবে বাংলাবান্ধা জিরো পয়েন্ট গেলে। আর এটিই আপনাকে বলে দিবে যে এখানেই বাংলাদেশ এর সীমান্তের শেষ এবং ওপারে ভারতের সীমান্ত এর শুরু। এখানকার চারপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সবুজে ঢাকা যা যেকারো মন ভাল করে দেয়ার জন্য যথেষ্ঠ।
বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার এবং দার্জিলিংয়ের দূরত্ব ৫৮ কিলোমিটার। বাংলাবান্ধা থেকে নেপালের কাকরভিটা সীমান্তের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। পর্যটকেরা বাংলাবান্ধা জিরো পয়েন্ট (Banglabandha Zero Point) দিয়ে সড়কপথে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান যাতায়াত করে। ফলে পঞ্চগড় জেলা ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
কিভাবে যাবেন বাংলাবান্ধা জিরো পয়েন্ট
ঢাকা থেকে হানিফ বাসে সরাসরি তেঁতুলিয়া যাওয়া যাবে। নন এসি বাস ভাড়া জনপ্রতি ৬৫০-৭০০ টাকা। এছাড়া বিভিন্ন পরিবহনের বাসে পঞ্চগড় হয়ে তেতুলিয়া যেতে পারবেন।
ঢাকার শ্যামলী, গাবতলী বাস টার্মিনাল ও মিরপুর থেকে হানিফ এন্টারপ্রাইস, নাবিল পরিবহন, তানযিলা ট্রাভেল, বরকত ট্রাভেল এ পঞ্চগড় যেতে পারবেন। ঢাকা থেকে পঞ্চগড় নন এসি বাসে জনপ্রতি ভাড়া ৫৫০-৭০০ টাকা এবং এসি বাসে ভাড়া ৮০০-১৬০০ টাকা।
আরও পড়ুনঃ স্বপ্নপুরী পিকনিক স্পট ভ্রমণ গাইড
ঢাকা টু পঞ্চগড়ে ট্রেন
ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর ও বিমান বন্দর থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় আসতে পারেন। শ্রেণী অনুযায়ী ট্রেন টিকেটের মূল্য জনপ্রতি ৩৬৫ থেকে ১২৫৪ টাকা পর্যন্ত।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন – প্রতিদিন ঢাকা থেকে রাত ১০ঃ৪৫ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে পরদিন সকাল ০৮ঃ৫০ মিনিটে। আর পঞ্চগড় থেকে বেলা ১ঃ ১৫ মিনিটে ছাড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০ঃ৩৫ মিনিটে। পঞ্চগড় থেকে ঢাকাগামী এই ট্রেনটি কেবল মাত্র পার্বতীপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও স্টেশনে থামবে।
দ্রুতযান এক্সপ্রেস – ঢাকা থেকে রাত ৮ঃ০০ টা ছাড়ে পঞ্চগড় পৌছায় সকাল ৬ঃ১০ এর দিকে।
একতা এক্সপ্রেস – ঢাকা থেকে সকাল ১০ঃ১০ ছাড়ে পঞ্চগড় পৌছায় রাত ৯ টার দিকে। সবগুলো ট্রেন পঞ্চগড় পৌছাতে কিছু সময় বিলম্ব করে। সপ্তাহের প্রতিদিন এই ট্রেনগুলো চলে থাকে।
পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় পথে সারাদিন নিয়মিত বিরতিতে লোকাল বাস চলাচল করে। বাসের ভাড়া জনপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। তেঁতুলিয়া বাজারে নেমে ইজিবাইকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট (Banglabandha Zero Point) আসতে পারবেন।
কোথায় থাকবেন
তেঁঁতুলিয়ায় সীমান্তের পাড় ও কাজী ব্রাদার্স হোটেল নামে দুইটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে নন এসি রুম ভাড়া ৬০০ থেকে ৮০০ টাকা ও এসি ডাবল বেডের ভাড়া ১০০০ থেকে ১৫০০ টাকা।
এছাড়া মহানন্দা নদী তীরের ডাকবাংলোতে থাকতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। ডাকবাংলোর প্রতি রোমের ভাড়া ৪০০ টাকা। বন বিভাগের রেস্টহাউস এবং বাংলাবান্ধা স্থলবন্দরের জেলা পরিষদের ডাক বাংলোতে পূর্ব অনুমতি সাপেক্ষ্যে থাকতে পারবেন।
পঞ্চগড়ের আবাসিক হোটেলের ঠিকানা এবং ফোন নাম্বার
- সেন্ট্রাল গেষ্ট হাউস – পঞ্চগড় সদরের বাজারে অবস্থিত। যোগাযোগ – ০৫৬৮-৬১৯১৯।
- হোটেল মৌচাক – পঞ্চগড় বাজার, পঞ্চগড়। যোগাযোগ – ০১৭৩৭৩৪৮০৬৬।
- হোটেল রাজনগর – পঞ্চগড় বাজার, পঞ্চগড় সদর, পঞ্চগড়। যোগাযোগ – ০৫৬৮-৬২৪৬৮, ০১৭১৫-২১৯৩৭৩।
- হিলটন বোর্ডিং (আবাসিক) – কদমতলা, পঞ্চগড় বাজারপঞ্চগড়। যোগাযোগ – ০৫৬৮-৬১৩২৮।
- রোকখানা বোর্ডিং – পঞ্চগড় সদরের বাজারে অবস্থিত। যোগাযোগ –০১৭১৪৯২৭৫৪৯।
- হোটেল প্রিতম (আবাসিক) – পঞ্চগড় বাজার, পঞ্চগড় সদর, পঞ্চগড়। যোগাযোগ – ০৫৬৮-৬১৫৪৫।
- হোটেল এইচ কে প্যালেস – পঞ্চগড় বাজার, পঞ্চগড় সদর, পঞ্চগড়। যোগাযোগ – ০৫৬৮-৬১২৩৯, ০১৭৫২২৪৩০।
- হোটেল ইসলাম (আবাসিক) – পঞ্চগড় বাজার, পঞ্চগড় সদর, পঞ্চগড়। যোগাযোগ -০১৭২১০১২৬২৫।
- নিরব রেষ্ট হাউস – পঞ্চগড় বাজার, পঞ্চগড়। যোগাযোগ – ০১৭৩৪৩৪৪৭১৫।