বিরিশিরি দুর্গাপুর ভ্রমণ গাইড (Birishiri Durgapur)
নেত্রকোণা জেলার দর্শনীয় স্থানগুলুর মধ্যে বিরিশিরি দুর্গাপুর (Birishiri Durgapur) অন্যতম। পাহাড় নদী আর গাছ-গাছালি ঘেরা আদিবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সৌন্দর্য গেঁড়া নেত্রকোণা জেলার দুর্গাপুরের বিরিশিরি। এখানে রয়েছে স্বচ্ছ সোমেশ্বরী নদী, বিজয়পুরে আকর্ষনীয় চীনামাটির পাহাড়, নীল পানির হ্রদ ও দূরের গারোপাহাড়ের অপরূপ সৌন্দর্য । কম খরচে একদিনে ভ্রমনের জন্য ভ্রমণপিপাসুদের কাছে নেত্রকোণার বিরিশিরি দুর্গাপুর একটি জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান। বিরিশিরির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রকৃতি প্রেমিক ভ্রমণপিপাসু পর্যটকেরা। বিরিশিরিতে বিজয়পুরের আকর্ষণীয় চিনামাটির পাহাড়, নীল পানির লেক, স্বচ্ছ সোমেশ্বরী নদী সৌন্দর্যের পাশাপাশি সুসং দুর্গাপুরের জমিদার বাড়ি, রানী খং গির্জা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী, কমলা রানীর দীঘী ভ্রমন পিপাসুদের জন্য আদর্শ জায়গা। সোমেশ্বরী নদী পাড়ের ঘন কাশবন ও দূরের গারোপাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে সকল ব্যস্ততা।
বিরিশিরি দুর্গাপুর যাবার উপায়
আপনারা বাংলাদেশের যে কোন জায়গা থেকে বিরিশিরি দুর্গাপুর (Birishiri Durgapur) যেতে পারবেন।
ময়মনসিংহ থেকে বিরিশিরি দুর্গাপুর যাবার উপায়
বিরিশিরি যাওয়ার জন্য সর্ব প্রথম ময়মনসিংহ আসতে হবে। তারপর ২ টা রাস্তা ব্যবহার করে আপনারা বিরিশিরি যেতে পারবেন। প্রথমমত আপনারা ময়মনসিংহ নেত্রকোনা হাইওয়ে দিয়ে প্রায় ২০ কি মি যাওয়ার পর শ্যামগঞ্জ বাজার থেকে বাম পাশ দিয়ে সুজা দুর্গাপুর আর সেখানে সোমেশ্বরী নদী পার হলেই বিরিশিরি বিজয়পুর। আর দ্বিতীয়ত ময়মনসিংহ থেকে হালুয়াঘাট হয়ে বর্ডার রোড দিয়ে সুজা বিরিশিরি বিজয়পুর। হালুয়াঘট দিয়ে গেলে রাস্থায় দেখা মিলবে হালুয়াঘাটের গাব্রাখালি স্থলবন্দর ও গাব্রাখালি পর্যটন কেন্দ্র।
ঢাকা থেকে বিরিশিরি দুর্গাপুর যাবার উপায়
ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে সরাসরি বিরিশিরি দুর্গাপুর (Birishiri Durgapur) যাওয়ার কিছু সংখ্যক বাস ছাড়ে। এ পথে চলাচলকারী দু’একটি বাস সার্ভিস হলো সরকার ও জিন্নাত। ভাড়া জনপ্রতি ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা। ৫-৭ ঘন্টার মধ্যেই আপনি পৌছে যাবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর বিরিশিরিতে। ঢাকা ফেরার জন্য বিরিশিরি দুর্গাপুরের প্রাণকেন্দ্র তালুকদার প্লাজার সামনে থেকে রাত এগারটায় এবং সাড়ে এগারটায় দুটি নাইট কোচ ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়। আপনি এখান থেকে টিকিট সংগ্রহ করে বাসে যেতে পারেন। ভোর পাঁচটার মধ্যেই মহাখালী পৌঁছে যাবেন।
বিরিশিরি দুর্গাপুর ভ্রমণ পরিকল্পনা
বিরিশিরি বাজার থেকে ইজিবাইক বা অটো ব্রিক্সা ভাড়া করে এই চীনামাটির পাহাড়সহ আরো কয়েকটি দর্শনীয় জায়গা ঘুরে দেখা যাবে। পুরো দিনের জন্য ভাড়া পড়বে ১০০০-১২০০ টাকা । পাচ থেকে ছয়ঘন্টা সময়ের মধ্যে উপজাতীয় কালচারাল একাডেমী, রাণীখং চার্চ, সোমেশ্বরী নদী, গারো পল্লী,কমলা বাগান, চীনামাটির পাহাড় ঘোরা হয়ে যাবে।
কোথায় থাকবেন
বিরিশিরিতে থাকার জন্য এখনও খুব ভালো মানের রিসোর্ট বা হোটেল গড়ে উঠেনি। তবে এখানে রাত্রি যাপন করতে চাইলে থাকতে হবে জেলাপরিষদ ডাক বাংলোতে। এছাড়া এখানে মধ্যম মানের কিছু হোটেল আছে চাইলে কম খরচে থাকতে পারবেন।
বিরিশিরি হোটেল ও রিসোর্ট
সুমেশ্বরী লাক্সারী হোটেল – থানা রোড, মুক্তারপাড়া দুর্গাপুর, নেত্রকোনা যোগাযোগ 01719-437888
স্বর্ণা গেষ্ট হাউজ – বাস স্ট্যান্ডের সাথে যোগাযোগ 01748-964322
বিচিত্রা গেষ্ট হাউজ – বাস স্ট্যান্ডের সাথে যোগাযোগ 01793-695945
আমাদের বাড়ি রিসোর্ট – বিজয়পুর সাদা মাটির পাহাড়ের কাছে যোগাযোগ 01711-071177, 01818-664748
সুসং হোটেল – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01914-791254
হোটেল গুলশান – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01711-150807
হোটেল জবা – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01711-186708, 01753-154617
নদীবাংলা গেষ্ট হাউজ – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01771-893570, 01713-540542
জেলা পরিষদ ডাক বাংলা – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01725-571795
হোটেল নিরালা – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01712-786798
ওয়াই.ডব্লিউ.সি.এ রেস্ট হউস – বিরিশিরি, দূর্গাপুর যোগাযোগ 01711-027901
কোথায় খাবেন
বিরিশিরিতে ঘুরতে আসার সময় হালকা কিছু খাবার সাথে রাখতে পারেন কারণ এখানে যত্রতত্র খাবারের কিছু পাওয়া যায় না। এখানে মধ্যম মানের কিছু দেশিও খাবার হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভাত, মাছ, ডাল, বর্তা ও মাংসের পাশাপাশি বকের মাংসও পাওয়া যায়।
বিরিশিরি দুর্গাপুর আশপাশের দর্শনীয় স্থান
বিরিশিরির দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে উপজাতীয় কালচারাল একাডেমী, রাণীখং চার্চ, সোমেশ্বরী নদী, গারো পল্লী,কমলা বাগান, চীনামাটির পাহাড়।