ব্রহ্মপুত্র নদ

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

ব্রহ্মপুত্র নদ (Brahmaputra River) তিব্বতের হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহ হতে উৎপন্ন হয়ে সাং পো নামে তিব্বতের পুর্ব দিকে প্রবাহিত হয়ে ভারতের অরুণাচল প্রদেশে সিয়ং এবং আসামে দিহং নামে বয়ে যাবার সময় দিবং এবং লোহিত নামে আরো দুইটি বড় নদীর সাথে যুক্ত হয়ে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি। এই নদী টি  তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ময়মনসিংহ অঞ্চল মধ্য দিয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী।

উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই নদের দৈর্ঘ্য প্রায় ২৯০০ কিলোমিটার। ১৭৮৭ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নদীর সৃষ্টি হয়। ময়মনসিংহ জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ তার দুই পাড়ের তীরকে সাজিয়েছে অপরূপ সৌন্দর্য। নদী তীরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগের জন্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন পার্ক, বিনোদন কেন্দ্র, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি। এছাড়া নদীতে নৌ ভ্রমণ সহ চাইলে ব্রহ্মপুত্র নদের চরে বনভোজনের সুযোগ রয়েছে।

কি ভাবে যাবেন ব্রহ্মপুত্র নদ

ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে এনা, সৌখিন,আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শ্যামলী বাংলা, ইমাম ইত্যাদি বিভিন্ন  পরিবহনের বাসে করে ২৬০ টাকা ভাড়ায় ময়মনসিংহ যেতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে তিন থেকে সারেতিন ঘণ্টা সময় লাগে।

ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ ভ্রমণ করতে পারবেন। ঢাকা টু ময়মসিংহ রোডে চলাচল রত ট্রেন মধ্যে

ঢাকা-ময়মনসিংহ ট্রেন সময়সূচি (আন্তঃনগর ট্রেন)

  • তিস্তা এক্সপ্রেস (৭০৭)ছাড়ার সময় সকাল ০৭:২০ পৌছানোর সময় সকাল ১০:৩৫ (সোমবার বন্ধ)
  • ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩)ছাড়ার সময় সন্ধ্যে ০৬:০০ পৌছানোর সময় রাত ০৯:৩০ (বন্ধ নেই) 
  • যমুনা এক্সপ্রেস (৭৪৫) ছাড়ার সময় বিকেল ০৪:৪০ পৌছানোর সময় রাত ০৮:০০ (বন্ধ নেই)
  • হাওর এক্সপ্রেস (৭৭৭)ছাড়ার সময় রাত ১১:৫০ পৌছানোর সময় রাত ০৩:৫০ (বৃহঃবার বন্ধ)
  • অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫)ছাড়ার সময় সকাল ০৯:৪০ পৌছানোর সময় দুপুর ১২:৩৭ (বন্ধ নেই)
  • মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯)ছাড়ার সময় দুপুর ০২:২০ পৌছানোর সময় রাত ০৮:১০ (সোমবার বন্ধ)

ঢাকা-ময়মনসিংহ ট্রেন সময়সূচি (মেইল ট্রেন)

  • দেওয়ানগঞ্জ কমিউটার (৪৮)ছাড়ার সময় ভোর ০৫:৪০ পৌছানোর সময় সকাল ১১:৪৫ (বন্ধ নেই) 
  • জামালপুর কমিউটার (৫২)ছাড়ার সময় বিকেল ০৩:৪০ পৌছানোর সময় সন্ধ্যে ০৬:১৫ (বন্ধ নেই) 
  • ঈশা খাঁ এক্সপ্রেস (৪৮)ছাড়ার সময় সকাল ১১:৩০ পৌছানোর সময় রাত ০৯:৪৫ (বন্ধ নেই) 
  • মহুয়া এক্সপ্রেস (৪৪)ছাড়ার সময় সকাল ০৮:১০ পৌছানোর সময় দুপুর ০২:৫০ (বন্ধ নেই) 
  • ভাওয়াল এক্সপ্রেস (৬৫)ছাড়ার সময় রাত ০৯:০০ পৌছানোর সময় ভোর ০৫:৪০ (বন্ধ নেই) 

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন বা বাস স্টপ থেকে রিকশা বা অটো দিয়ে সহজেই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদী তীরে যেতে পারবেন।

আরও পড়ুনঃ সেন্টমার্টিন ভ্রমণ তথ্য

কোথায় থাকবেন ময়মনসিংহের

ঢাকা থেকে আপনি চাইলে দিনে গিয়ে দিনেই ময়মনসিংহ ঘুরে ফিরে আসতে পারবেন। রাত্রিযাপন করতে চাইলে এখানে রয়েছে বিভিন্ন মানের হোটেল।ময়মনসিংহে অবস্থিত হোটেল গুলোর মধ্যে আমির ইন্টারন্যাশনাল, হোটেল আল হেরা, হোটেল মোস্তাফিজ, সিলভার ক্যাসেল, রিভার প্যালেসে অন্যতম।

ময়মনসিংহের আবাসিক হোটেল সমূহ 

আমির ইন্টারন্যাশনাল – ৪৬, ৪৬/এ ষ্টেশন রোড, ময়মনসিংহ। ০৯১-৫১৫০০, ০৯১-৬৩৩৭৬ ০১৭১১১৬৭৯৪৮ 

মোস্তাফিজ ইন্টারন্যাশনাল – ৬/বি গঙ্গাদাস গুহরোড, ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে, ময়মনসিংহ। যোগাযোগ ০৯১-৬৩যোগাযোগ ৮৭০, ০৯১-৬৩৮৭১ 

হোটেল হেরা ট্রেড সেন্টার – ৩৬/বি টাঙ্কপট্টি, ময়মনসিংহ। যোগাযোগ ০১৫৫২৪৭০৭০০

খাঁন ইন্টারন্যাশনাল হোটেল – ৩৩/এ মহারাজা রোড, ময়মনসিংহ। যোগাযোগ ০৯১-৬৫৯৯৫, ০১৭১৫-২৮১৬৭৮

নিরালা রেষ্ট হাউজ – ৬৭ ছোট বাজার, ময়মনসিংহ। যোগাযোগ ০৯১-৫৪২৮৫

ঈশা খাঁ হোটেল – গাঙ্গিনারপাড়, ময়মনসিংহ। যোগাযোগ ০১৭২১-১৪৪৯৭৬

হোটেল উত্তরা – গাঙ্গিনারপাড়, ময়মনসিংহ। যোগাযোগ ০৯১-৬৪১৮৫, ০১৭১১-৫৭৭৭০৭

রিভার প্যালেস – ৩৩৮ তালতলা ডোলাদিয়া, খাগডহর, ময়মনসিংহ। যোগাযোগ ০৯১-৬৬১৫০, ০৯১-৬৬১৫১, ০১৭১০৮৫৭০৫৪,

তাজমহল – ষ্টেশন রোড, ময়মনসিংহ। যোগাযোগ ০১৭১৭১৭১৩৩৪

বনানী আবাসিক হোটেল – ২৭/এ ছোট বাজার, ময়মনসিংহ। যোগাযোগ ০১৭২৭-৮০৮৬৪৫, ০১৯১২-৭৫৭৩৯১

হিলটন হোটেল – ৩১৯ চরপাড়া, ময়মনসিংহ। যোগাযোগ ০১৭১০৩৬৮৫০৯

হোটেল নাইট ষ্টার – ১৩/এ পুরোহিত পাড়া, ময়মনসিংহ। যোগাযোগ ০১৭১১৯৩১৮৩৫, ০১১৯১৩৩০১৭২

হোটেল অবকাশ – এবি গুহ রোড, ময়মনসিংহ। ফোনঃ ৫৩৮৫৯

নিউ জাহাঙ্গীর গেষ্ট হাউজ – ৬২ রামবাবু রোড, ময়মনসিংহ। যোগাযোগ ০১১৯০২৭৬০২৭

ঝর্ণা রেষ্ট হাউজ – ১৪ যাদব লাহিড়ী রোড, ময়মনসিংহ। যোগাযোগ ০১৫৫৮৩০১৯৪৮

তরুন বোর্ডিং – ২৭ দূর্গাবাড়ী রোড, ময়মনসিংহ। যোগাযোগ ০১৭২৪৯০২৪৯৫

নিদমহল রেষ্ট হাউজ – ৮ দূর্গাবাড়ী রোড, ময়মনসিংহ। যোগাযোগ ০১৭৩৫২১৪৪৭০

দি মোমেনশাহী বোর্ডিং – ১৯৮/এ কালীবাড়ী রোড, ময়মনসিংহ। যোগাযোগ ০১৭১১৪৭৯৮৯০

কোথায় খাবেন

ময়মনসিংহে রয়েছে বিভিন্ন মানের খাবারে হোটেল ও রেস্টুরেন্ট। ময়মনসিংহের উল্লেখযোগ্য  হোটেল গুলুর মধ্যে সারিন্দা, হোটেল খন্দকার, ধান সিড়ি, সেভেন ইলেবেন, হোটেল মিনার, রোম থ্রি এবং ময়মনসিংহ প্রেস ক্লাব কেন্টিন অন্যনত।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
error: Content is protected !!