চন্দ্রনাথ পাহাড়
চন্দ্রনাথ পাহাড় (Chandranath Hill) সীতাকুণ্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। হিন্দু ধর্মালম্বীদের তীর্থস্থান এই চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ড বাজার থেকে মাত্র ৪ কিলোমিটার পূর্বে দিকে চন্দ্রনাথ পাহাড় এর অবস্থান। চন্দ্রনাথ পাহাড় ট্র্যাকিং করার পথে হিন্দুদের বেশ কিছু ধর্মীয় স্থাপনা ও অধিবাসীদের জীবন চিত্র দেখে যেতে পারবেন। এছাড়াও পাহাড়ের একটু গভীরে গেলে দেখা মিলবে জুমক্ষেত এবং বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা ফুলের বাগান। চন্দ্রনাথ পাহাড় (Chandranath Hill) চূড়াতেই ঐতিহ্যবাহী চন্দ্রনাথ মন্দির (Chandranath Temple) অবস্থিত।
ট্র্যাকিং করার সময় বা চন্দ্রনাথ পাহাড় (Chandranath Hill) যাবার পথে ছোট একটি ঝর্ণা রয়েছে। এই ঝর্ণার কাছ থেকে পাহাড়ে উঠার পথ ভাগ হয়ে দুই দিকে চলে গেছে। ডান দিকের পথটির পুরোটাতেই পাহাড়ে উঠার জন্য সিঁড়ি তৈরি করা আর বাম পাশের পথটি সম্পূর্ন প্রাকৃতিক পাহাড়ি পথ। পাহাড়ি পথ দিয়ে উপরে উঠা আর সিঁড়ির পথে নামাতে সহজ হয়। চন্দ্রনাথ পাহাড় এর উচ্চতা প্রায় ১১৫২ ফুট। হেঁটে উঠতে একটু পরিশ্রমের কাজ হলেও আপনার হাঁটার উপর নির্ভর করবে কতক্ষণে উঠবেন। সাধারণত দেড় থেকে ২ ঘন্টার মত সময় লাগবে আসতে ধীরে উঠলে। চন্দ্রনাথ পাহাড়ের মাঝামাঝি দূরত্বে এবং চূড়ায় মন্দিরের কাছে ছোট ছোট টং দোকান রয়েছে সেগুলিতে হালকা খাবার, পানি সহ পূজা দেয়ার উপকরণ পাওয়া যায়। তবে পাহাড়ে উঠার সময় সাথে পর্যাপ্ত পানি ও কিছু শুকনো খাবার সাথে রাখলে ভালো হয়। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর হিন্দুধর্মালম্বী চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরে পুণ্যযাত্রায় আসেন।
চন্দ্রনাথ পাহাড় কি ভাবে যাবেন
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ পাহাড় (Chandranath Hill) এর অবস্থান। তাই আপনি যে জায়গা থেকেই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করতে চান আপনাকে প্রথমে সীতাকুণ্ডে আসতে হবে। সীতাকুণ্ড থেকে জনপ্রতি মাত্র ২০ টাকা সিএনজি ভাড়ায় চলে যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড় এর পাদদেশে।
ঢাকা থেকে বাসে সীতাকুন্ড যাবার উপায়
ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, মহাখালি যে কোন বাস স্ট্যান্ড থেকে চট্রগ্রাম গামী যে কোন বাসে করে যেতে পারবেন সীতাকুন্ড। শ্যামলি, হানিফ, সৌদিয়া, এস আলম, ইউনিক, ঈগল, এনা প্রভৃতি পরিবহনের নন এসি বাস ভাড়া ৪২০- ৪৮০ টাকা। এসি বাসের মধ্যে সোহাগ, গ্রিনলাইন, সৌদিয়া, টি আর এইসব বাস ভাড়া ৮০০-১১০০ টাকা।
ঢাকা টু চট্টগ্রাম বাস
শ্যামলী পরিবহন – আসাদ গেট কাউন্টার 01714-619173, কল্যাণপুর কাউন্টার 02-8091161, কলাবাগান কাউন্টার 02-9141047, আরামবাগ কাউন্টার 02-7194291, সায়েদাবাদ কাউন্টার 02-7541336
হানিফ এন্টারপ্রাইজ – কল্যাণপুর 02-9010214, 01713-049540, 01713-049541, কোলাবাগান 01730-376342, 01713-402670, ফকিরাপুল 02-7191512, আরামবাগ 01730-376343, 01713-402631
সৌদিয়া পরিবহণ – পান্থপথ কাউন্টার 01919-654926, 01919-654927, আরামবাগ কাউন্টার 01919-654932, 01919-654933, সায়দাবাদ কাউন্টার 01919-654856, 01919-654929, ফকিরাপুল কাউন্টার 01919-654858, গাবতলী কাউন্টার 01919-654863, 01919-654753
গ্রিন লাইন – রাজারবাগ কাউন্টার 02-9342580, 02-9339623, আরামবাগ কাউন্টার 02-7192301, 01730-060009, ফকিরাপুল কাউন্টার 02-7191900, 01730-060013, কলাবাগান কাউন্টার 02-9133145, 01730-060006
সোহাগ পরিবহন – গাবতলী কাউন্টার 01926-699348, সায়েদাবাদ কাউন্টার 01926-699367,কল্যাণপুর কাউন্টার 09606444777, কমলাপুর কাউন্টার 01926-696262,
এস.আলম পরিবহন – কমলাপুর কাউন্টার 02-8315087, 01917-720395, ফকিরাপুল কাউন্টার 02-7193961, গাবতলী কাউন্টার 01813-329394
মডার্ন লাইন – গাবতলী কাউন্টার 01195412300, কল্যাণপুর কাউন্টার 01711985535, কলাবাগান কাউন্টার 01190867207, সায়েদাবাদ কাউন্টার 01190867211, 01190867212, ফকিরাপুল কাউন্টার 01190867208
ইকোনো – কমলাপুর কাউন্টার 01963-622229, ফকিরাপুল কাউন্টার 01963-622226, 01963-622227, কল্যাণপুর কাউন্টার 01963-622224, গোপালবাগ কাউন্টার 01963-622232,
ঈগল পরিবহন – ফকিরাপুল কাউন্টার 01779-492952, সায়েদাবাদ কাউন্টার 01739-328045 গোলাপবাগ কাউন্টার 01973-328064
স্টার লাইন – মিরপুর ১ কাউন্টার 01973-259507, আরামবাগ কাউন্টার, 01973-259524, ফকিরাপুল কাউন্টার, 01973-259525 মাগদা কাউন্টার 01973-259503
সেন্ট-মার্টিন – আরামবাগ কাউন্টার 01762-691341, 01762-691339, ফকিরাপুল কাউন্টার 01762691350,01762-691342, পান্থপথ কাউন্টার 01762-691364, কল্যাণপুর কাউন্টার 01762-691353
দেশ ট্রাভেলস – মহাখালী কাউন্টার 01705- 430566, ফকিরাপুল কাউন্টার 01762-62093, আরামবাগ কাউন্টার 02-7192345, 01762-684430, 01709-989436, গাবতলি কাউন্টার 01762-684433
তুবা লাইন – কলাবাগান কাউন্টার 01876-005654, ফকিরাপুল কাউন্টার 01876-005652, আরামবাগ কাউন্টার 01876-00565, কমলাপুর কাউন্টার 01876-00569, সায়দাবাদ কাউন্টার 01876-005687
ঢাকা এক্সপ্রেস – ফকিরাপুল কাউন্টার 02-7193725, 01683-564838, মহাখালী কাউন্টার 01819968916, 01915-555780, ঝিগাতলা কাউন্টার 01912-226923, 01823-210626, আদাবর কাউন্টার 01817-514263, 01911-474337
হিমাচল এক্সপ্রেস – কচুক্ষেত কাউন্টার 01848-308959, 01709-955959, কাওরান বাজার কাউন্টার 01848-308991, 01709-955991, মহাখালী কাউন্টার 01848-308963, 01709-955963, 01819-968916, সায়দাবাদ কাউন্টার 01709-955982, 01848-308967
ঢাকা থেকে ট্রেনে সীতাকুন্ড যাবার উপায়
ঢাকার কমলাপুর থেকে আসা দ্রুতগামী ট্রেন “ঢাকা মেইল” সীতাকুণ্ডে থামে, এটি ঢাকা থেকে ছাড়ে রাত ১১টায় এবং সীতাকুণ্ডে পৌঁছে পরদিন সকাল ৬.৩০ থেকে ৭টায়। অন্যান্য আন্তঃ নগর ট্রেন গুলো সরাসরি চট্টগ্রামে চলে যায়। শুধুমাত্র শিবর্তুদশী মেলার সময় সীতাকুণ্ডে থামে। ঢাকা থেকে চট্রগ্রাম গামী যে কোন আন্তঃনগর ট্রেনে এসে ফেনী স্টেশনে নামতে হবে। শ্রেনী ভেদে ভাড়া জন প্রতি ২৬৫-৮০০ টাকা। ফেনী স্টেশন থেকে ২০-৩০ টাকা রিক্সা/অটো দিয়ে ফেনী মহিপাল বাস স্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে লোকাল বাসে ৫০ থেকে ৮০ টাকা ভাড়ায় সীতাকুন্ড যেতে পারবেন।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেন
চট্টগ্রাম ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)
মহানগর প্রভাতী (৭০৪) ছাড়ায় সময় ০৭ঃ৪৫ পৌছানোর সময় ১৪ঃ০০ (প্রতিদিন)
মহানগর এক্সপ্রেস (৭২২) ছাড়ায় সময় ২১ঃ২০ পৌছানোর সময় ০৪ঃ৫০ (রবিবার বন্ধ)
তূর্ণা এক্সপ্রেস (৭৪২) ছাড়ায় সময় ২৩ঃ৩০ পৌছানোর সময় ০৬ঃ২০ (প্রতিদিন)
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) ছাড়ায় সময় ০৭ঃ০০ পৌছানোর সময় ১২ঃ১৫ (বুধবার বন্ধ)
চট্টগ্রাম ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)
চট্টগ্রাম মেইল (০২) ছাড়ায় সময় ২২ঃ৩০ পৌছানোর সময় ০৭ঃ২৫ (প্রতিদিন)
কর্ণফুলী এক্সপ্রেস (৪) ছাড়ায় সময় ০৮ঃ৩০ পৌছানোর সময় ১৮ঃ০০ (প্রতিদিন)
চট্টলা এক্সপ্রেস (৬৪) ছাড়ায় সময় ১৩ঃ০০ পৌছানোর সময় ২০ঃ৫০ (মঙ্গলবার বন্ধ)
চট্টগ্রাম থেকে সীতাকুন্ড যাবার উপায়
চট্টগ্রাম থেকে সিএনজি বা অটোরিক্সা ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়ায় রিজার্ভ নিয়ে সীতাকুণ্ডে আসতে পারবেন। আর বাসে করে যেতে চাইলে আপনাকে চট্টগ্রাম নগরীর অলংকার, এ কে খান মোড় অথবা কদমতলী বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে ৪০থেকে ৮০ টাকা ভাড়ায় সীতাকুণ্ড যেতে পারবেন ।
চন্দ্রনাথ পাহাড় কোথায় থাকবেন
সীতাকুণ্ডে থাকার জন্য বিভিন্ন মানের বেস কিছু হোটেল রয়েছে। সৌদিয়া, সাইমুন আবাসিক সহ সীতাকুণ্ড বাজারে বেস কয়েকটি আবাসিক হোটেল আছে। হোটেল সৌদিয়ায় বুকিং দিতে যোগাযোগ করতে পারেন 01991-787979, 01816-518119 নাম্বারে। এছাড়া এখানে টেলি-কমিউনিকেশনের অধীনে একটি ডাকবাংলো রয়েছে। অনুমতি নিয়ে সেখানে থাকতে পারবেন। ভালো কোথাও থাকতে চাইলে চট্টগ্রাম শহরে থাকতে হবে। চট্টগ্রামে অলংকার মোড়ে মোটামুটি মানের হোটেল রয়েছে। ৬০০ থেকে ১৫০০ টাকা ভাড়ায় এসব হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। এছাড়া চট্টগ্রাম শহরের স্টেশন রোড, নিউমার্কেট, জিইসি মোড়ের আশেপাশে বিভিন্ন মানের আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে পারবেন।
চট্টগ্রাম আবাসিক হোটেল
হোটেল লর্ডস ইন – পূর্ব নাসিরাবাদ, সিডিএ এভিনিউ, খুলশী, চট্টগ্রাম যোগাযোগ 031-2552671-4
রয়েল পার্ক – ১৭০২, সিডিএ এভিনিউ, নাসিরাবাদ, চট্টগ্রাম যোগাযোগ 01819-345072
এশিয়ান এস. আর. হোটেল – ২৯১, ষ্টেশন রোড, চট্টগ্রাম যোগাযোগ 031-2850346-8
ল্যান্ডমার্ক হোটেল – ৩০৭২, শেখ মুজিব রোড, আগ্রাবাদ যোগাযোগ 031-813598, 031-727299
হোটেল দৌস – ৬৪৫ কমার্স কলেজ রোড, চট্টগ্রাম যোগাযোগ 031-720487, 031-725467
টাওয়ার ইন ইন্টা হোটেল – লিভারটি টাওয়ার, জুবলী রোড, চট্টগ্রাম যোগাযোগ 031-842691, 031-842692
হোটেল সিলেট সুপার – ১৬, ষ্টেশন রোড, চট্টগ্রাম। যোগাযোগ 031-841451, 031-841452
হাবীব বোডিং – ২১৫নং লয়েল রোড, চট্টগ্রাম যোগাযোগ 031-630309
হোটেল পার্ক – ৬২৭, ডিটি রোড, কদমতলী, চট্টগ্রাম যোগাযোগ 01819-388011
ফয়জিয়া হোটেল – ২৮৪ লালদিঘীর পশ্চিম পাড়, কোতোয়ালী, চট্টগ্রাম যোগাযোগ 031-2851838, 031-2852886
সেঞ্চুরী পার্ক – রোড-৪, বাড়ী-৮, খুলশী, চট্টগ্রাম যোগাযোগ 031-2550313
সিলমুন হোটেল – ১৩৪, সিডিএ ওয়াসা, দামপাড়া, চট্টগ্রাম যোগাযোগ 031-628302, 031-840755
সার্কিট হাউজ – সার্কিট হাউজ এলাকা, চট্টগ্রাম যোগাযোগ 01712-239823
চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে খাবেন কোথায়
সীতাকুণ্ডে খাবারের জন্য সাধারণ মানের কিছু হোটেল রয়েছে। এর মধ্যে সৌদিয়া রেস্টুরেন্ট, আপন রেস্টুরেন্ট এবং আল আমিন অন্যতম। তবে এখানে ভাল খাবার পরিবেশনায় আল আমিনের বেশ সুনাম রয়েছে।
সীতাকুন্ডের দর্শনীয় স্থান
সীতাকুণ্ডে ঘুরে বেড়ানোর জন্যে অনেক দর্শনীয় স্থান রয়েছে । কাছাকাছি হওয়ায় চাইলে দিনে দিনে বেশ কয়েকটি জায়গাই ঘুরে দেখতে পারবেন। এক রাত থেকে দুইদিনের জন্যে ঘুরতে গেলে প্রায় সবগুলো জায়গাই ঘুরে দেখতে পারবেন। আপনার কত সময় আছে তার উপর পরিকল্পনা করে নিতে পারেন কি কি দেখবেন। সীতাকুণ্ডে জনপ্রিয় দর্শনীয় স্থান গুলো হলোঃ সীতাকুণ্ড ইকো পার্ক, গুলিয়াখালি বীচ, বাঁশবাড়িয়া বীচ, ঝরঝরি ঝর্ণা,কুমিরা সন্দ্বীপ ফেরী ঘাট, নাপিত্তাছড়া ঝর্ণা, কমলদহ ঝর্ণা