ডিঙ্গাপোতা হাওর ভ্রমণ গাইড (Dingapota Haor)
বাংলাদেশের বৃহত্তম হাওরগুলোর মধ্যে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত ডিঙ্গাপোতা হাওর (Dingapota Haor)অন্যতম। প্রতিটি হাওর যেন শস্য ও মত্স্য সম্পদের বিপুল ভান্ডার। হাওরের দৃশ্য কখনো সবুজ কখনো সাগরের মত। শুষ্ক মৌসুমে যেখানে সবুজের ঢেউ খেলে যায় আর বর্ষায় সেখানে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। প্রতিটি হাওর যেমন নয়নাভিরাম তেমনি সৌন্দর্যের লিলাভূমি। এক এক ঋতুতে এই হাওরের সৌন্দর্য এক এক রকম। বর্ষাকালে ডিঙ্গাপোতা হাওরে অথৈ জলরাশি আর দু’পাড় জুড়ে থাকা সোনালি ও সবুজ ধানের দৃশ্যে পর্যটকদের মন জুড়িয়ে যায় ।
বর্ষাকালে হাওরের অথৈ জলরাশি আর শুষ্ক মৌসুমে চারপাশের দিগন্তজোরা নয়নাভিরাম সৌন্দর্য সবকিছুই মিলে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের মোহিত করে। তবে সকল মৌসুমেই হাওরের বিশাল জলরাশির মাঝে থাকা অর্ধডোবা হিজল গাছ, জলরাশির উচ্ছল ঢেউ ও নীল আকাশের মিতালী চোখে পরার মতন। বিশেষ করে শরৎ ও হেমন্তকালে হাওরের দুপাড়ের সবুজ সোনালি ধানক্ষেত ও নীল আকাশের সৌন্দর্য ভ্রমণপিপাসুদের সবচেয়ে বেশী আকর্ষণ করে। এছাড়া মাছের মৌসুমে হাওরের পাড়ে অস্থায়ী জেলেদের পরিবারের জীবনচিত্র দেখার সুযোগ রয়েছে এই হাওরে। এখান থেকে চাইলে হাওরের বিভিন্ন জাতের তাজা মাছ কিনে নেয়া যায়। প্রকৃতির দানে অপরূপ সৌন্দর্য গেঁড়া ডিঙ্গাপোতা হাওর নেত্রকোনা জেলার পর্যটন শিল্পে এক বিপুল সম্ভাবনার নাম।
ডিঙ্গাপোতা হাওর কিভাবে যাবেন
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহণের বাসে সরাসরি নেত্রকোনার মোহনগঞ্জ যাওয়া যায়। আর চাইলে রেলপথে, কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে হাওর এক্সপ্রেস বা মোহনগঞ্জ ট্রেনে সরাসরি মোহনগঞ্জ যেতে পারবেন। মোহনগঞ্জ থেকে অটো বা লেগুনা নিয়ে তেতুলিয়া ঘাট গিয়ে সেখান থেকে ট্রলার রিজার্ভ করে ডিঙ্গাপোতা হাওর ঘুরতে পারবেন।
ঢাকা টু মোহনগঞ্জ ট্রেনের সময়সূচী
ঢাকা টু মোহনগঞ্জ রুটে ২টি আন্তঃনগর ট্রেন চলাচল করে।
হাওর এক্সপ্রেস (৭৭৭) – ছাড়ায় সময় ২২ঃ১৫ পৌছানোর সময় ০৪ঃ০০ (বুধবার বন্ধ)
মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯) – ছাড়ায় সময় ১৪ঃ২০ পৌছানোর সময় ২০ঃ১০ (সোমবার বন্ধ)
কোথায় থাকবেন
মোহনগঞ্জে থাকার জন্য এখনও তেমন ভালো মানের হোটেল বা রিসোর্ট গড়ে উঠেনি। মোহনগঞ্জে হোটেল শাপলা, হাওর ইন, পান্না গেস্ট হাউজ ইত্যাদি কয়েকটি মধ্যম মানের আবাসিক হোটেল আছে এখানে চাইলে রাত্রিযাপন করতে পারেন।
মোহনগঞ্জ হোটেল ও রিসোর্ট
আংগুর মিয়া খান হোটেল – মাঘান বাজার ,মোহনগঞ্জ,নেত্রকোণা। মোবাইল: ০১৭৪৪৯২৯৫৪১
মোহাম্মদ আলী হোটেল – মাঘান, মোহনগঞ্জ, নেত্রকোণা। মোবাইল: ০১৭৫৪৬২৫৬৮৯
হোটেল শাপলা (আবাসিক) – স্টেশন রোড, মোহনগঞ্জ, নেত্রকোণা মোবাইল: ০১৭১২-১৩৭৬৫৯
হোটেল পাঠান – স্টেশন রোড, মোহনগঞ্জ, নেত্রকোণা মোবাইল: ০১৯১৬৮-৮৮৪৬০
নেত্রকণা হোটেল ও রিসোর্ট
সাগর গেস্ট হাউজ – মালনী রোড, নেত্রকোণা। ফোন: ৬১৩০৪
হোটেল শাহজাহান – তেরীবাজার,নেত্রকোণা সদর, নেত্রকোণা মোবাইল: ০১৭১১-০৫০৯০৮
প্রবাসী গেস্ট হাউজ – তেরীবাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা মোবাইল: ০১৭৩২-১২৪৫৫৮
হোটেল সৌরভ – নাগড়া, নেত্রকোণা সদর, নেত্রকোণা মোবাইল: ০১৭১৭-২২৯৫৯৯
রিভারভিউ গেস্ট হাউজ – মালনী রোড, নেত্রকোণা সদর, নেত্রকোণা মোবাইল: ০১৭১১-৭৮৯৩৬৩
হোটেল আল নুর – ছোট বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা মোবাইল: ০১৯২৪-৮১২৪৯৫
হোটেল ইমরান ইন্টারন্যাশনাল – ছোটবাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা
ফোন: ৬১৭৮৩
নেত্রকোণা গেস্ট হাউজ – পুরাতন হাসপাতাল রোড, নেত্রকোণা সদর, নেত্রকোণা ফোন: ৬১৫৮৩
কোথায় খাবেন
হাওরে ঘুরতে আসার সময় হালকা কিছু খাবার সাথে রাখতে পারেন কারণ এখানে যত্রতত্র খাবারের কিছু পাওয়া যায় না। খাবার খেতে চাইলে আপনার রিজার্ভ নেয়া ট্রলারের মাঝির সাথে রান্না করে খেতে হবে। এছাড়া মোহনগঞ্জে অবস্থিত হাওর ইনে খাবার খেতে পারবেন। আর অবশ্যই সময় পেলে নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টির স্বাদ নিতে ভুল করবেন না।