Site icon ভ্রমণপিপাসু

কাপ্তাই লেক রাঙামাটি

কাপ্তাই লেক Kaptai Lake

কাপ্তাই লেক Kaptai Lake

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

কাপ্তাই লেক (Kaptai Lake) বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই লেক পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। যার আয়তন ১১,০০০ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই  কৃত্রিম কাপ্তাই হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। কাপ্তাই লেক কৃত্রিম হলেও এই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য সকলকে মুগ্ধ করে রাখবে প্রতি মূহুর্ত। তাই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য প্রকৃতি প্রেমিক ভ্রমণপিপাসু পর্যটক কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন কাপ্তাই লেক (Kaptai Lake)। এখানে থাকা ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা, জলের সাথে সবুজের মিতালী এবং প্রকৃতির খেলা পর্যটকদের বিমোহিত করে।

এখানে হ্রদের দুই পাশে পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার এবং লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র। লেকের নীল জলে মাঝে ভাসমান ছোট ছোট ঘন সবুজ দ্বীপ, বিভিন্ন প্রজাতির পাখি এবং জল কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মূহুর্ত। কৃত্রিম হলেও কাপ্তাই হ্রদকে প্রকৃতি তার সমস্ত রুপে উজাড় করে সাজিয়েছে। ১৯৫৬ সালে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এই অপরুপ সৌন্দর্য্যের লীলাভূমি কাপ্তাই লেক (Kaptai Lake) সৃষ্টি হয়।

কাপ্তাই লেক যা দেখবেন

এখানে কাপ্তাই লেক (Kaptai Lake) কে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রীজ। লেকের দুই ধারই সবুজ পাহাড়-টিলা দিয়ে ঘেরা। ট্রলার ভাড়া করে লেকে মনমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যায়। ট্রলারে করে যেতে পারবেন শুভলং ঝর্নায়। লেকের পাড়ে রয়েছে নতুন চাকমা রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির। পুরাতন চাকমা রাজবাড়ি কাপ্তাই বাঁধ নির্মানের সময় লেকে তলিয়ে যায়। রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত, যা পূণার্থী এবং দর্শনার্থীদের অন্যতম আর্কষনীয় স্থান। প্রকৃতি প্রেমিরা বোট বা নৌকা ভাড়া করে লেকের জলে ভাসতে ভাসতে লেকের চারপাশের প্রকৃতি দেখে নিতে পারেন। পাহাড় থেকে লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পট থেকে ঘুরে আসতে পারেন। দল বেঁধে নৌ বিহার কিংবা প্যাডেল বোটে চড়ে লেক ভ্রমণ করার সুযোগও রয়েছে এই কাপ্তাই লেকে।

আরও পড়ুনঃ রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ গাইড

কাপ্তাই লেক ভ্রমণের উপযুক্ত সময়

সারা বছরই কাপ্তাই লেক (Kaptai Lake) ভ্রমণ করতে পারবেন তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলোর পরিপূর্ণ রূপের দেখা মিলে। কাপ্তাই লেকের পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে দেখা মিলে তাই প্রকৃতি প্রেমিক ভ্রমনপিপাসু পর্যটকেরা বর্ষাকালে পারিজমায় কাপ্তাই লেকে।

কাপ্তাই লেক কি ভাবে যাবেন

ঢাকা থেকে রাঙ্গামাটি যাবার উপায়

প্রয়োজনে যোগাযোগ

রবি এক্সপ্রেস আরামবাগ কাউন্টার 01762-691341, 01762-691339, ফকিরাপুল কাউন্টার 01762691350,01762-691342, পান্থপথ কাউন্টার 01762-691364, কল্যাণপুর কাউন্টার 01762-691353। 

রিলাক্স ট্রান্সপোর্ট আরামবাগ কাউন্টার 01955-585522, 01955-585521 01844-168463, 01844-168464, 02-7192111, ফকিরাপুল কাউন্টার: 01955-585511, 01844-168465 কলাবাগান কাউন্টার: 01955-585533, 01844-168466, 02-9125908।

শ্যামলী পরিবহন – আসাদ গেট কাউন্টার 01714-619173, কল্যাণপুর কাউন্টার 02-8091161, কলাবাগান কাউন্টার 02-9141047, আরামবাগ কাউন্টার 02-7194291, সায়েদাবাদ কাউন্টার 02-7541336।

হানিফ এন্টারপ্রাইজ – কল্যাণপুর 02-9010214, 01713-049540, 01713-049541, কোলাবাগান 01730-376342, 01713-402670, ফকিরাপুল 02-7191512, আরামবাগ 01730-376343, 01713-402631।

শান্তি পরিবহন –  সাভার কাউন্টার 01972-691397, গাবতলি কাউন্টার 01833-602862, কলাবাগান কাউন্টার 01833-602863, 01877-720232, 

ইউনিক সার্ভিস গোলাপবাগ ‍কাউন্টার 02-7540027, 01963-622232, গাবতলি কাউন্টার  02-9002710, 01963-622223, কল্যাণপুর কাউন্টার 01963-622224, 01821-498833, আসাদ গেইট কাউন্টার 02-9133917, 01963-622225, ফকিরাপুল কাউন্টার 02-7191237, 01963-622228। 

ডলফিন পরিবহন কলাবাগান কাউন্টার  01731823721, 01884333201, গাবতলী কাউন্টার 01884333202, কল্যাপুর কাউন্টার 01884333203, ফকিরাপুল কাউন্টার 01912853606

সৌদিয়া পরিবহণ – পান্থপথ কাউন্টার 01919-654926, 01919-654927, আরামবাগ কাউন্টার 01919-654932, 01919-654933,  সায়দাবাদ কাউন্টার 01919-654856, 01919-654929, ফকিরাপুল কাউন্টার 01919-654858, গাবতলী কাউন্টার 01919-654863, 01919-6547।

গ্রিন লাইন – রাজারবাগ কাউন্টার 02-9342580, 02-9339623, আরামবাগ কাউন্টার 02-7192301, 01730-060009, ফকিরাপুল কাউন্টার 02-7191900, 01730-060013, কলাবাগান কাউন্টার 02-9133145, 01730-060006।

সোহাগ পরিবহন – গাবতলী কাউন্টার 01926-699348, সায়েদাবাদ কাউন্টার 01926-699367,কল্যাণপুর কাউন্টার 09606444777, কমলাপুর কাউন্টার 01926-696262।

এস.আলম পরিবহন – কমলাপুর কাউন্টার  02-8315087, 01917-720395, ফকিরাপুল কাউন্টার  02-7193961, গাবতলী কাউন্টার 01813-3293।

মডার্ন লাইন – গাবতলী কাউন্টার 01195412300, কল্যাণপুর কাউন্টার  01711985535, কলাবাগান কাউন্টার 01190867207, সায়েদাবাদ কাউন্টার 01190867211, 01190867212, ফকিরাপুল কাউন্টার 01190867208।

ইকোনো – কমলাপুর কাউন্টার  01963-622229, ফকিরাপুল কাউন্টার  01963-622226, 01963-622227, কল্যাণপুর কাউন্টার  01963-622224, গোপালবাগ কাউন্টার  01963-622232।

ঈগল পরিবহন – ফকিরাপুল কাউন্টার 01779-492952, সায়েদাবাদ কাউন্টার 01739-328045 গোলাপবাগ কাউন্টার 01973-328064।

স্টার লাইন – মিরপুর ১ কাউন্টার  01973-259507,  আরামবাগ কাউন্টার, 01973-259524, ফকিরাপুল কাউন্টার, 01973-259525 মাগদা কাউন্টার 01973-2595।

সেন্ট-মার্টিন – আরামবাগ কাউন্টার 01762-691341, 01762-691339, ফকিরাপুল কাউন্টার  01762691350,01762-691342, পান্থপথ কাউন্টার 01762-691364, কল্যাণপুর কাউন্টার 01762-691353।

এছাড়া ঢাকার সায়েদাবাদ কিংবা কমলাপুর থেকে বিভিন্ন মানের বাস প্রতিদিন কাপ্তাই যাওয়া আসা করে। বাসে করে সরাসরি কাপ্তাই যাওয়া যায় এক্ষেত্রে সময় লাগে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা।

আরও পড়ুনঃ সাদা পাথর ভ্রমণ গাইড

চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাবার উপায়

এছাড়া আপনি চাইলে চট্টগ্রাম থেকেও কাপ্তাই যেতে পারেন। বদ্দারহাট বাসস্ট্যান্ড থেকে প্রতি ৩০ মিনিট অন্তর অন্তর কাপ্তায়ের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, ভাড়া ১০০-১৫০ টাকা। সময় লাগবে ২ ঘন্টার মত। ঢাকা থেকে ট্রেনে চট্রগ্রাম এসে বদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাই যেতে পারবেন।

বান্দরবান থেকে রাঙ্গামাটি যাবার উপায়

বান্দরবান থেকে কাপ্তাই যেতে চাইলে রোয়াংছড়ি বাস স্ট্যান্ড থেকে রাঙ্গামাটি গামী বাসে করে গিয়ে বড়ইছড়ি নেমে সিএনজি দিয়ে কাপ্তাই যাওয়া যায়। রাঙ্গামাটি থেকে সড়ক পথে বাসে কিংবা সিএনজিতে অথবা ট্রলার নৌকায় কাপ্তাই লেক হয়ে কাপ্তাই বাজার যাওয়া যায়।

কাপ্তাই লেক ভ্রমণে থাকবেন কোথায়

কাপ্তাইয়ে রাত্রি যাপনের জন্য এখনো তেমন ভালো মানের কোন বাণিজ্যিক হোটেল-মোটেল গড়ে উঠেনি। তাই রাত কাটানোর ইচ্ছা থাকলে আগে থেকেই কাপ্তাইয়ের সরকারি রেস্ট হাউস কতৃপক্ষের সাথে যোগাযোগ করে আসা ভালো। এছাড়াও সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমতি সাপেক্ষ্যে সেনাবাহিনী, পিডিবি, পানি উন্নয়ন বোর্ড এবং বন বিভাগের রেস্ট হাউসগুলোতে কম খরচে রাত্রি যাপন করা যায়। লেক প্যারাডাইস পিকনিক স্পটেও রাত্রী যাপনের সুযোগ রয়েছে তবে এজন্য অতিরিক্ত অর্থ খরচ হতে পারে। রাঙ্গামাটি কাপ্তাই এর কাছে হওয়ায় কিংবা আপনার ট্যুর প্ল্যান সেভাবেই হলে রাঙ্গামাটিতে রাত্রি যাপন করা সর্বোউত্তম।

আরও পড়ুনঃ শিমুল বাগান ভ্রমণ গাইড

রাঙ্গামাটি হোটেল ও রিসোর্ট

হিলতাজ রিসোর্ট – কলেজ গেট, পার্বত্য অঞ্চল যোগাযোগ +88 01870-701892 

জুম প্যালেস – টিএন্ডটি এলাকা (পোস্ট অফিসের বিপরীতে) যোগাযোগ +88 01625-100000 +88 0351-61878 

হোটেল ক্রাউন প্লাজা – ওমদা মিয়া পাহাড়, পরজতন ও বিজিবি রোড যোগাযোগ +88 0351-61638 +88 01824-637393

 হোটেল প্রিন্স – দোয়েল কাটার, পারজাতন রোড, পুরাতন বাস স্ট্যান্ড যোগাযোগ +88 0351-61602 +88 01931-070868 

সুফিয়া ইন্টারন্যাশনাল – কাঁঠালতলী, রাঙ্গামাটি যোগাযোগ +88 01935 147138 +88 01975-251846 

পারজাতন হলিডে কমপ্লেক্স – ঝুলন্ত সেতু, রাঙ্গামাটি যোগাযোগ +88 0351-63126 

হোটেল সাংহাই ইন্টারন্যাশনাল – চন্দ্রঘোনা রোড, রাঙ্গামাটি যোগাযোগ +88 0351-61402 +88 01730-195778 

পোলওয়েল পার্ক ও কটেজ – ডিসি বাংলো রোড, পোলওয়েল পার্ক যোগাযোগ +88 01845-875497, +88 09613 500 900

হোটেল গ্রিন ক্যাসেল রিজার্ভ বাজার এলাকায় অবস্থিত এ হোটেলে নন-এসি সিঙ্গেল বেড, ডাবল বেড ও ত্রিপল বেডের রুম রয়েছে। ভাড়া যথাক্রমে ৮০০, ১০০০ ও ১২০০ টাকা। এসি কাপল বেড রুমের ভাড়া ১৬০০ টাকা ও এসি ত্রিপল বেড রুমের ভাড়া ২০০০ টাকা। যোগাযোগ: 01726-511532, 01815-459146

পর্যটন মোটেল রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের পাশে এ হোটেলটিতে নন-এসি ডাবল বেডের রুমের ভাড়া ১০০০-১২০০ টাকা। আর এসি ডাবল বেড রুমের ভাড়া ১৫০০-১৮০০ টাকা। যোগাযোগঃ ০৩৫১-৬৩১২৬

রংধনু গেস্ট হাউজ এই গেস্ট হাউজে ফ্যামিলি বেড বা কাপল বেড রুম ভাড়া নিতে খরচ পড়বে যথাক্রমে ৬৫০ ও ৫০০ টাকা। যোগাযোগ: 01816-712622, 01712-392430

হোটেল সুফিয়া ফিসারী ঘাট, কাঁঠালতলী এলাকায়। যোগাযোগ: 01553-409149

হোটেল আল-মোবা নতুন বাস স্টেশন, রিজার্ভ বাজার এলাকায়। যোগাযোগ: 01811-911158

আরও পড়ুনঃ সাজেক ভ্যালি ভ্রমণ গাইড

কাপ্তাই লেক ভ্রমণে খাবেন কোথায়

কাপ্তাই লেকে মাঝখানে ছোট ছোট দ্বীপে কিছু দেশিও খাবারের রেস্তোরাঁ গড়ে উঠেছে। চাইলে সেখান থেকে দুপুর কিংবা প্রয়োজনীয় খাবার খাতে পারবেন। কাপ্তাই এর কাছে আছে প্যারাডাইস ক্যাফে, বেরাইন্যে লেক শোর ক্যাফে, জুম রেস্তোরা ইত্যাদি। এছাড়া নিজের পছন্দের খাবার খেতে ঘুরে আসতে পারেন নৌবাহিনীর ঘাঁটি সংলগ্ন ভাসমান রেস্টুরেন্ট থেকে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে।

রাঙ্গামাটির আশেপাশে দর্শনীয় স্থান

এছাড়া রাঙ্গামাটি জেলায় আরো অনেক আকর্ষণীয় ও দর্শনীয় স্থান রয়েছেঃ কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, শুভলং পাড়া, শুভলং বাজার, শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক, ঐতিহ্যবাহী চাকমা রাজবাড়ি, উপজাতীয় জাদুঘর, ঝুম রেস্তোরা, টুকটুক ইকো ভিলেজ, চিৎমরম গ্রাম ও টাওয়ার, যমচুক, রাইক্ষ্যং পুকুর, নির্বাণপুর বন ভাবনা কেন্দ্র, রাজবন বিহার, পেদা টিং টিং, উপজাতীয় টেক্সটাইল মার্কেট, নৌ-বাহিনীর পিকনিক স্পট, রাজস্থলী ঝুলন্ত সেতু, ফুরমোন পাহাড়, আর্যপুর ধর্মোজ্জ্বল বনবিহার, সাজেক ভ্যালি, ডলুছড়ি জেতবন বিহার, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, কাট্টলী বিল ও ন-কাবা ছড়া ঝর্না ইত্যাদি।

ভ্রমণ টিপস ও সতর্কতা


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
Exit mobile version