লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort and Park)

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

জামালপুর জেলা সদরের বেলটিয়ায় মনোরম ও নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort and Park)। এই পার্কটি আধুনিক সকল সুযোগ সুবিধা সম্পন্ন একটি বিনোদন কেন্দ্র। ২০১৬ সালে প্রায় ১০ একর জায়গাজুড়ে নির্মাণ করা হয় লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক। ইতিমধ্যেই ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বাধুনিক বিনোদন কেন্দ্র হিসাবে এই পার্কটি সারাদেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকদের কাছে পরিচিত। লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে রয়েছে ওয়ান্ডার হুইল, বাম্পার কার, সুইং চেয়ার, মেরী গো রাউন্ড, মিনি ট্রেন, কফি কাপ এবং বোট রাইডিংসহ সর্বমোট ১৪ টি দেশি বিদেশি রাইড। এছাড়া এখানে রয়েছে শিশুদের খেলনা ও হস্তশিল্প পণ্যের দোকান, ফাস্টফুড কর্ণার, পরিচ্ছন্ন রেস্টুরেন্ট এবং রাত্রিযাপনের জন্য রিসোর্টের সুবিধার পাশাপাশি এখানে রয়েছে যেকোন ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য এখানে একটি কনভেনশন সেন্টার।

লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক সময়সূচী ও প্রবেশ টিকেটের মূল্য

লুইস ভিলেজ রিসোর্ট এ্যান্ড পার্ক এ প্রবেশ করতে ১০০ টাকা মুল্যের প্রবেশ টিকেট সংগ্রহ করতে হয়। পার্কটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

কি ভাবে যাবেন লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক

ঢাকা থেকে বাসে ও ট্রেনে জামালপুর যাওয়া যায়। তবে ঢাকা থেকে ট্রেনে জামালপুর যাওয়া বেশী সুবিধাজনক। কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে অগ্নিবিনা এক্সপ্রেস, যমুনা, তিস্তা, ও ব্রহ্মপুত্র ট্রেনে জামালপুর যাওয়া যায়। আর মহাখালী বাস স্ট্যান্ড থেকে রাজিব পরিবহণের বাসে জামালপুর যেতে পারবেন। বাস কিংবা ট্রেনে জামালপুর জেলায় পৌঁছে রিক্সা অথবা অটো করে সহজে লুইস ভিলেজ রিসোর্ট এ্যান্ড পার্কে যেতে পারবেন।

ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী (আন্তঃনগর এক্সপ্রেস)

তিস্তা এক্সপ্রেস(৭০৭) –  ছাড়ার সময় সকাল ০৭:৩০ পৌছানোর সময় দুপুর ১২:৪০ (সোমবার বন্ধ) 

অগ্নিবিনা এক্সপ্রেস(৭৩৫) – ছাড়ার সময় সকাল ১১:০০ পৌছানোর সময় বিকাল ০৫:৪৫ (বন্ধ নেই)

যমুনা এক্সপ্রেস(৭৪৫) – ছাড়ার সময় বিকাল ০৪:৪৫ পৌছানোর সময় রাত ১০:৫৫ (বন্ধ নেই)

ব্রহ্মপুত্র এক্সপ্রেস(৭৪৩) – ছাড়ার সময় সন্ধ্যা ০৬:১৫ রাত পৌছানোর সময় ১১:৫০ (বন্ধ নেই)

ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস) 

ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭) – ছাড়ার সময় সকাল ০৬:৩৮ পৌছানোর সময় সকাল ০৯:২০ (বন্ধ নেই)

দেওয়ানগঞ্জ কমিউটর(৪৭) – ছাড়ার সময় ভোর ০৫:৪০ পৌছানোর সময় সকাল ১০:২২ (বন্ধ নেই) 

জামালপুর কমিউটর(৫১) – ছাড়ার সময় দুপুর ০৩:৪০ পৌছানোর সময় রাত ০৮:৪৮ (বন্ধ নেই) 

ভাওয়াল এক্সপ্রেস(৫৫) – ছাড়ার সময় রাত ০৯:২০ পৌছানোর সময় রাত ০৩:৩২ (বন্ধ নেই) 

ধলেশ্বরী এক্সপ্রেস (৭৫) – ছাড়ার সময় দুপুর ০১:১৭ পৌছানোর সময় দুপুর ০৩:৪৫ (বন্ধ নেই) 

কোথায় থাকবেন লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক

জামালপুরের ষ্টেশন রোড ও গেইট পাড়ে অনেক আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল খান আবাসিক, আল সামাদ, হোটেল রাসেল, হোটেল রাশেদ, হোটেল নিলয়, হোটেল আল সিরাজ, হোটেল শাহ জামাল ও হোটেল সানোয়ার অন্যতম।

জামালপুর আবাসিক হোটেল

হোটেল রায়ান ইন্টারন্যাশনাল – আনসারী প্লাজা ঢাকাইয়া পট্টি জামপুর। যোগাযোগ +8801735-544650, 0981-64038

সার্কিট হাউস – জামালপুর জামালপুর সদর, জামালপুর। যোগাযোগ 098163011

হোটেল তাজমহল – সকল বাজার, জামালপুর। যোগাযোগ 0981-63133

গ্র্যান্ড দেলোয়ার –  ফুলবাড়ীয়া, জামালপুর। যোগাযোগ 01723-230002

হোটেল শাহজামাল – মেডিকেল রোড, জামালপুর সদর। যোগাযোগ 01712-225622

হোটেল সজিব – স্টেশন বাজার,জামালপুর সদর যোগাযোগ 0981-62666

আল সিরাজ হোটেল –  গেইট পাড়, জামালপুর যোগাযোগ 0981-62592

কোথায় খাবেন

জামালপুরে খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কিছু দেশিও খাবারে হোটেল ও চাইনিজ রেস্টুরেন্ট। এ গুলোর মধ্যে অন্যতম মদিনা, নিরিবিলি হোটেল ও আড্ডা ক্যাফে নামের রেস্তোরাঁ আছে। এছাড়া জামালপুর জেলা শহরে হোটেল শ্যামল বাংলা, মেক্সিকান হট সাবওয়ে, এফএইচটি, তাজ ক্যাফে, জেএফসি রেস্টুরেন্টের মতো বেশ কিছু বাঙ্গালি, ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

One thought on “লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort and Park)

  • March 2, 2023 at 6:11 pm
    Permalink

    রাত্রি যাপনের জন্য পার্কের ভিতরের হোটেল ভাড়া কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!