মহেশখালী দ্বীপ
মহেশখালী দ্বীপ (Maheshkhali Island) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা মহেশখালী দ্বীপ কক্সবাজার সদর থেকে এটি মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। ১৫৫৯ সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। প্রায় ৩৬২ বর্গ কিলোমিটার আয়তনের মহেশখালী দ্বীপ পান, মাছ, শুঁটকী, চিংড়ি, লবণ এবং মুক্তা উৎপাদনে সমগ্র বাংলাদেশে জুড়ে সুনাম রয়েছে। মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ী ও ধলঘাটা নামে আর তিনটি ছোট ছোট দ্বীপ রয়েছে।
কক্সবাজার থেকে ৪-৫ ঘন্টায় মহেশখালী দ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন। এ দ্বীপের মৈনাক পাহাড়ের চূড়ায় রয়েছে আদিনাথ মন্দির। প্রতি বছরের ফাল্গুন মাসে এখানে আদিনাথ মেলা অনুষ্টিত হয়। এছাড়া এখানে রয়েছে বেশ কিছু বোদ্ধ বিহার, রাখাইন পাড়া ও স্বর্ণ মন্দির, জলাবন ও নানা প্রজাতির পশুপাখি। চাইলে চরপাড়া বীচ ও ঝাউবাগান থেকে ঘুরে আসতে পারেন।
মহেশখালী দ্বীপ যাবার উপায়
মহেশখালী যেতে হোলে প্রথমে আপনাকে কক্সবাজার আসতে হবে। কক্সবাজারের ৬ নং জেটি ঘাট থেকে স্পিড বোটে করে সহজে মহেশখালী যাওয়া যায়। স্পিডবোটে ভাড়া জনপ্রতি ৭৫ টাকা। এছাড়া ট্রলার জাতীয় নৌকায় জনপ্রতি ৩০ টাকায় প্রায় এক ঘণ্টায় মহেশখালী যাতে পারবেন । প্রতিদিন সকাল বিকেলে কক্সবাজার বাহার ছড়া ঘাট থেকে এসব ট্রলার মহেশখালী যায়।
কক্সবাজার কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে সহজে কক্সবাজার যাওয়া যায়।
বাসে ঢাকা টু কক্সবাজার
ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সৌদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, সোহাগ পরিবহন, এস.আলম পরিবহন, মডার্ন লাইন, ইকোনো, ঈগল পরিবহন, স্টার লাইন, সেন্ট-মার্টিন ইত্যাদি উল্লেখযোগ্য। শ্রেণী ভেদে বাসগুলোর প্রতি সীটের ভাড়া ১০০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত।
আরও পড়ুনঃ সাজেক ভ্যালি ভ্রমণ তথ্য
প্রয়োজনে যোগাযোগ
শ্যামলী পরিবহন – আসাদ গেট কাউন্টার 01714-619173, কল্যাণপুর কাউন্টার 02-8091161, কলাবাগান কাউন্টার 02-9141047, আরামবাগ কাউন্টার 02-7194291, সায়েদাবাদ কাউন্টার 02-7541336
হানিফ এন্টারপ্রাইজ – কল্যাণপুর 02-9010214, 01713-049540, 01713-049541, কোলাবাগান 01730-376342, 01713-402670, ফকিরাপুল 02-7191512, আরামবাগ 01730-376343, 01713-402631
সৌদিয়া পরিবহণ – পান্থপথ কাউন্টার 01919-654926, 01919-654927, আরামবাগ কাউন্টার 01919-654932, 01919-654933, সায়দাবাদ কাউন্টার 01919-654856, 01919-654929, ফকিরাপুল কাউন্টার 01919-654858, গাবতলী কাউন্টার 01919-654863, 01919-654753
গ্রিন লাইন – রাজারবাগ কাউন্টার 02-9342580, 02-9339623, আরামবাগ কাউন্টার 02-7192301, 01730-060009, ফকিরাপুল কাউন্টার 02-7191900, 01730-060013, কলাবাগান কাউন্টার 02-9133145, 01730-060006
সোহাগ পরিবহন – গাবতলী কাউন্টার 01926-699348, সায়েদাবাদ কাউন্টার 01926-699367,কল্যাণপুর কাউন্টার 09606444777, কমলাপুর কাউন্টার 01926-696262,
এস.আলম পরিবহন – কমলাপুর কাউন্টার 02-8315087, 01917-720395, ফকিরাপুল কাউন্টার 02-7193961, গাবতলী কাউন্টার 01813-329394
মডার্ন লাইন – গাবতলী কাউন্টার 01195412300, কল্যাণপুর কাউন্টার 01711985535, কলাবাগান কাউন্টার 01190867207, সায়েদাবাদ কাউন্টার 01190867211, 01190867212, ফকিরাপুল কাউন্টার 01190867208
ইকোনো – কমলাপুর কাউন্টার 01963-622229, ফকিরাপুল কাউন্টার 01963-622226, 01963-622227, কল্যাণপুর কাউন্টার 01963-622224, গোপালবাগ কাউন্টার 01963-622232,
ঈগল পরিবহন – ফকিরাপুল কাউন্টার 01779-492952, সায়েদাবাদ কাউন্টার 01739-328045 গোলাপবাগ কাউন্টার 01973-328064
স্টার লাইন – মিরপুর ১ কাউন্টার 01973-259507, আরামবাগ কাউন্টার, 01973-259524, ফকিরাপুল কাউন্টার, 01973-259525 মাগদা কাউন্টার 01973-259503
সেন্ট-মার্টিন – আরামবাগ কাউন্টার 01762-691341, 01762-691339, ফকিরাপুল কাউন্টার 01762691350,01762-691342, পান্থপথ কাউন্টার 01762-691364, কল্যাণপুর কাউন্টার 01762-691353
আরও পড়ুনঃ সিলেটের জাফলং ভ্রমণ তথ্য
ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম
ট্রেনে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার উপায় নেই তবে ট্রেন লাইনের কাজ চলমান । তবে ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনে গিয়ে সেখান থেকে বাসে করে কক্সবাজার যেতে পারবেন। ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশান হতে সোনার বাংলা, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী ও চট্টলা মেইল ট্রেইনে চট্টগ্রাম যাওয়া যায়। এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদি বিভিন্ন ধরণ ও মানের বাস পাবেন। বাস ভেদে ভাড়া ৪০০ থেকে ৬০০ টাকা। চট্টগ্রাম থেকে চাইলে রিসার্ভ মাইক্রোবাসেও কক্সবাজার যাওয়ার সুযোগ রয়েছে।
ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের
চট্টগ্রাম ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)
মহানগর প্রভাতী (৭০৪) ছাড়ায় সময় ০৭ঃ৪৫ পৌছানোর সময় ১৪ঃ০০ (প্রতিদিন)
মহানগর এক্সপ্রেস (৭২২) ছাড়ায় সময় ২১ঃ২০ পৌছানোর সময় ০৪ঃ৫০ (রবিবার বন্ধ)
তূর্ণা এক্সপ্রেস (৭৪২) ছাড়ায় সময় ২৩ঃ৩০ পৌছানোর সময় ০৬ঃ২০ (প্রতিদিন)
সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) ছাড়ায় সময় ০৭ঃ০০ পৌছানোর সময় ১২ঃ১৫ (বুধবার বন্ধ)
চট্টগ্রাম ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)
চট্টগ্রাম মেইল (০২) ছাড়ায় সময় ২২ঃ৩০ পৌছানোর সময় ০৭ঃ২৫ (প্রতিদিন)
কর্ণফুলী এক্সপ্রেস (৪) ছাড়ায় সময় ০৮ঃ৩০ পৌছানোর সময় ১৮ঃ০০ (প্রতিদিন)
চট্টলা এক্সপ্রেস (৬৪) ছাড়ায় সময় ১৩ঃ০০ পৌছানোর সময় ২০ঃ৫০ (মঙ্গলবার বন্ধ)
ঢাকা টু কক্সবাজার এয়ারলাইন্স
হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া ৪,৫৯৯ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
কক্সবাজার কোথায় থাকবেন
কক্সবাজারের হোটেলগুলো বর্তমান ধারণ ক্ষমতা প্রায় ১৫০,০০০ জন। তাই অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও হোটেলে রুম পাবার নিশ্চয়তা থাকে কিন্তু ডিসেম্বরের ১৫ থেকে জানুয়ারী ১৫ তারিখ পর্যন্ত অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই ভালো তা নাহলে হোটেল পেতে জামেলা হতে পারে। সাধারণত ৮০০ থেকে ১০০০০ টাকায় কক্সবাজারে বিভিন্ন মানের হোটেল/মোটেল/রিসোর্ট রয়েছে। আপনি যদি আপনার পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে চান তবে ফ্ল্যাট ভাড়া নিতে পারেন। এসি/নন এসির ২/৩/৪ বেড রুম ও রান্নাঘর বিশিষ্ট ফ্ল্যাটের প্রতিদিন ভাড়া হতে পারে ২,০০০ থেকে ১৫,০০০ টাকা। এছাড়াও নিজের সাধ্য ও পছন্দমত একটা ঠিকানা পেতে আপনাকে একটু খোঁজাখুঁজি করে নিতে হবে।
আরও পড়ুনঃ সুন্দরবন ভ্রমণ তথ্য
কক্সবাজার হোটেল ও রিসোর্ট
দি সি প্রিন্সেসঃ ভাড়া ৭০০০ থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ – 01613-822522, 01977-767688
ইনানী রয়েল রিসোর্টঃ ভাড়া ৪৭০০ থেকে শুরু করে ৫৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ – +88 01952-227740-41
মেরিনা প্লাজাঃ ভাড়া ২০০০ থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ – 01716-742464, 01704-555666
ওসেন পেলেস হোটেলঃ ভাড়া ২০০০ থেকে শুরু করে ৪,৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ – +88 01841-122447, +88 01841-122448, +88 01841-122449
ওসেন প্যরাডাইসঃ প্রতি রাতের জন্য রুম ভাড়া ৮০০০ টাকা থেকে ১৭০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ – 01938-846761
লং বিচ হোটেলঃ প্রতি রাতের জন্য রুম ভাড়া ৬৫০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ – +880 1755-660 051
সিগাল হোটেলঃ প্রতি রাতের জন্য রুম ভাড়া ৫৫০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ – +88 0341 62480-90, +88 0341 64436, +88 01766-666530, +88 01766666531-34
হোটেল কক্স টুডেঃ প্রতি রাতের জন্য রুম ভাড়া ৭৫০০ টাকা থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ – +8801755598449, +8801755598450, +88-0341 52410-22
হোটেল সি প্যালেসঃ ভাড়া ৩ হাজার পাঁচশত থেকে শুরু করে ১৭ হাজার টাকা পর্যন্ত। যোগাযোগ – 01714-652227-8, 01709-934732
প্রাইম পার্ক হোটেলঃ ভাড়া ৩৬৫০ থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত। যোগাযোগ – +8801775-609915,+8801842-609915
হোটেল সি ক্রাউনঃ ভাড়া ৪০০০ থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত। যোগাযোগ – +88 01833-331703-07
হোটেল সি ওয়ার্ল্ডঃ ভাড়া ২৫০০ থেকে শুরু করে ১৬ হাজার টাকা পর্যন্ত। যোগাযোগ – 01938-81 75 01-12, 01746-825250
আরও পড়ুনঃ ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ তথ্য
কক্সবাজার কোথায় খাবেন
কক্সবাজারে সব ধরণের খাবারের হোটেল ও রেস্টুরেন্ট আছে। মধ্যম মানের বাজেট রেস্টুরেন্টের মধ্যে ধানসিঁড়ি, ঝাউবন, রোদেলা, পৌষি, নিরিবিলি ইত্যাদি উল্লেখযোগ্য । সিজন অনুসারে এখানে খাবারের দামও কম/বেশী হতে পারে। ভাত: ২০-৪০ টাকা, মিক্সড ভর্তা: ৭৫/১৫০/৩০০টাকা (৮-১০ আইটেম), লইট্যা ফ্রাই: ১০০-১২০টাকা (প্রতি প্লেট ৬-১০ টুকরা), কোরাল/ভেটকি: ১৫০ টাকা (প্রতি পিচ), গরু: ১৫০-২০০ টাকা (২ জন শেয়ার করতে পারবেন), রপচাঁদা ফ্রাই/রান্না: ৩০০-৪০০ টাকা (বড়, ২জন খাওয়ার মত), ডাল: ৩০-৬০ টাকা। এছাড়াও লাবনী পয়েন্টে হান্ডি রেস্তারায় ২০০-২৫০ টাকায় হায়দ্রাবাদী বিরাণী পাওয়া যায়। আর কেওএফসি তো আছেই।
সতর্কতা ও ভ্রমণ টিপস
- কোন সমস্যা হলে টুরিস্ট পুলিশের সহযোগিতা নিন। হটলাইন +০৮৮০১৭ ৬৯৬৯ ০৭৪০।
- কম খরচে কক্সবাজার ভ্রমণের জন্যে অফসিজনে যেতে হবে।
- যেকোন কিছু কেনা ও যাতায়াতের ভাড়ার ক্ষেত্রে দরদাম ঠিক করে নিন।
- কোন রেস্টুরেন্টে কিছু খাবার আগে দাম ঠিক করে নিন।
- হোটেল ঠিক করার আগে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিবেন।
- সাগরে নামার খেত্রে জোয়ার-ভাটার সময় মেনে নামবেন।