মালঞ্চ মসজিদ জামালপুর

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

ইসলামিক সংস্কৃতির অনন্য নিদর্শন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কারুকার্য মণ্ডিত দৃষ্টিনন্দন মালঞ্চ মসজিদ (Maloncho Jame Mosque)।  সাবেক সচিব ও ইউনাইটেড ট্রাস্টের সহযোগিতায় মসজিদ, মাজার, কামিল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিক মিশনের সমন্বয়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন এই মালঞ্চ কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। মসজিদ সূত্র জানা যায় যে, প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বহু দূরদূরান্ত থেকে প্রতিদিনই মানুষজন এখানে ঘুরতে এসে নামায আদায় করেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থীর সংখ্যা বেশি থাকে। জুমআর দিন প্রায় ৭০০ মুসল্লী একসাথে নামায আদায় করেন এখানে। এছাড়া প্রতি ওয়াক্তে ২০০-২৫০ মুসল্লী প্রতিদিনই নামায আদায় করেন। মসজিদের প্রথম তলায় ১৫ কাতার ও দ্বিতীয় তলা থেকে ৭ম তলা পর্যন্ত ১০ টি করে কাতার রয়েছে। প্রতি কাতারে ২২-২৫ জন করে নামায আদায় করতে পারেন। সবুজ গাছ-গাছালীতে ঘেরা এক গম্বুজ বিশিষ্ট মালঞ্চ মসজিদের সামনে একটি স্বচ্ছ পানির পুকুর রয়েছে। মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন এই মালঞ্চ কমপ্লেক্সটি বর্তমানে জামালপুর জেলার একটি অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

মালঞ্চ মসজিদ যাবার উপায়

ঢাকা থেকে বাসে ও ট্রেনে জামালপুর যাওয়া যায়। তবে ঢাকা থেকে ট্রেনে জামালপুর যাওয়া বেশী সুবিধাজনক। কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে অগ্নিবিনা এক্সপ্রেস, যমুনা, তিস্তা, ও ব্রহ্মপুত্র ট্রেনে জামালপুর যাওয়া যায়। আর মহাখালী বাস স্ট্যান্ড থেকে রাজিব পরিবহণের বাসে জামালপুর যেতে পারবেন। জামালপুর জেলা শহর থেকে বাস বা সিএনজিতে ১০ কিলোমিটার দূরে মালঞ্চ বাজারের কাছে অবস্থিত মালঞ্চ কমপ্লেক্সে যেতে পারবেন।

 জামালপুর ট্রেনের সময়সূচী (আন্তঃনগর এক্সপ্রেস)

তিস্তা এক্সপ্রেস(৭০৭) –  ছাড়ার সময় সকাল ০৭:৩০ পৌছানোর সময় দুপুর ১২:৪০ (সোমবার বন্ধ) 

অগ্নিবিনা এক্সপ্রেস(৭৩৫) – ছাড়ার সময় সকাল ১১:০০ পৌছানোর সময় বিকাল ০৫:৪৫ (বন্ধ নেই)

যমুনা এক্সপ্রেস(৭৪৫) – ছাড়ার সময় বিকাল ০৪:৪৫ পৌছানোর সময় রাত ১০:৫৫ (বন্ধ নেই)

ব্রহ্মপুত্র এক্সপ্রেস(৭৪৩) – ছাড়ার সময় সন্ধ্যা ০৬:১৫ রাত পৌছানোর সময় ১১:৫০ (বন্ধ নেই)

 আরও পড়ুনঃ পাগলা মসজিদ কিশোরগঞ্জ ভ্রমণ তথ্য

জামালপুর ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস) 

ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭) – ছাড়ার সময় সকাল ০৬:৩৮ পৌছানোর সময় সকাল ০৯:২০ (বন্ধ নেই)

দেওয়ানগঞ্জ কমিউটর(৪৭) – ছাড়ার সময় ভোর ০৫:৪০ পৌছানোর সময় সকাল ১০:২২ (বন্ধ নেই) 

জামালপুর কমিউটর(৫১) – ছাড়ার সময় দুপুর ০৩:৪০ পৌছানোর সময় রাত ০৮:৪৮ (বন্ধ নেই) 

ভাওয়াল এক্সপ্রেস(৫৫) – ছাড়ার সময় রাত ০৯:২০ পৌছানোর সময় রাত ০৩:৩২ (বন্ধ নেই) 

ধলেশ্বরী এক্সপ্রেস (৭৫) – ছাড়ার সময় দুপুর ০১:১৭ পৌছানোর সময় দুপুর ০৩:৪৫ (বন্ধ নেই) 

কোথায় থাকবেন

জামালপুরের ষ্টেশন রোড ও গেইট পাড়ে অনেক আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল খান আবাসিক, আল সামাদ, হোটেল রাসেল, হোটেল রাশেদ, হোটেল নিলয়, হোটেল আল সিরাজ, হোটেল শাহ জামাল ও হোটেল সানোয়ার অন্যতম।

জামালপুর আবাসিক হোটেল

হোটেল রায়ান ইন্টারন্যাশনাল – আনসারী প্লাজা ঢাকাইয়া পট্টি জামপুর। যোগাযোগ +8801735-544650, 0981-64038

সার্কিট হাউস – জামালপুর জামালপুর সদর, জামালপুর। যোগাযোগ 098163011

হোটেল তাজমহল – সকল বাজার, জামালপুর। যোগাযোগ 0981-63133

গ্র্যান্ড দেলোয়ার –  ফুলবাড়ীয়া, জামালপুর। যোগাযোগ 01723-230002

হোটেল শাহজামাল – মেডিকেল রোড, জামালপুর সদর। যোগাযোগ 01712-225622

হোটেল সজিব – স্টেশন বাজার,জামালপুর সদর যোগাযোগ 0981-62666

আল সিরাজ হোটেল –  গেইট পাড়, জামালপুর যোগাযোগ 0981-62592

কোথায় খাবেন

মেলান্দহ উপজেলায় খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কিছু দেশিও খাবারে হোটেল ও চাইনিজ রেস্টুরেন্ট। হোটেল মদিনা, নিরিবিলি হোটেল ও আড্ডা ক্যাফে নামের রেস্তোরাঁ আছে। এছাড়া জামালপুর জেলা শহরে হোটেল শ্যামল বাংলা, মেক্সিকান হট সাবওয়ে, এফএইচটি, তাজ ক্যাফে, জেএফসি রেস্টুরেন্টের মতো বেশ কিছু বাঙ্গালি, ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে।

জামালপুরের দর্শনীয় স্থান

এছাড়া জামালপুরে জনপ্রিয় দর্শনীয় স্থান গুলোর মধ্যে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক, লাউচাপড়া অবকাস কেন্দ্র, শাহ জামালের মাজার শরীফ, দয়াময়ী মন্দির অন্যতম।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
error: Content is protected !!