নরসুন্দা লেকসিটি কিশোরগঞ্জ

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

নরসুন্দা লেকসিটি (Narashunda Lake City) কিশোরগঞ্জ জেলা শহরের একটি নান্দনিক সুন্দর পর্যটন কেন্দ্র, এটি মূলত কিশোরগঞ্জ জেলা শহরের বুক চিরে বয়ে চলা নরসুন্দা নদীকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে । কিশোরগঞ্জ জেলা শহরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পৌর নাগরিকদের জীবন মান বৃদ্ধি করার লক্ষে নরসুন্দা লেকসিটি প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে শহরের বিভিন্ন পয়েন্টে ৫টি দৃষ্টিন্দন সেতু ও ২টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে। নদীর দুই পাড়ের সৌন্দর্য উপভোগের জন্য  এবং হাঁটাচলা করার জন্য তৈরি করা হয়েছে  দৃষ্টি নন্দন সুপরিসর ওয়াকওয়ে। 

এছাড়া গুরুদয়াল সরকারী কলেজের সামনে অবস্থিত পুকুর প্রাঙ্গণ, মুক্তমঞ্চ এবং পর্যবেক্ষণ টাওয়ার সর্বদা বিনোদনপ্রেমী ও ভ্রমন পিপাসু মানুষের পদচারণায় মুখর থাকে। ফলে মুক্তমঞ্চ ও ওয়াচ টাওয়ারকে  ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের  বাহারি খাবারের দোকান ও টি স্টল। এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা চাইলে গুরুদয়াল কলেজ মাঠে ঘোড়ার গাড়িতে চড়ে ও নরসুন্দা নদীতে নৌকা ভ্রমণের মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারবেন। সেই সাথে সুউচ্চ ওয়াচ টাওয়ারের চূড়ায় উঠে এক নজরে পাখির চোখে  দেখে নিতে পারেন কিশোরগঞ্জ শহরের রূপ বৈচিত্র। 

নরসুন্দা লেকসিটি  যাবার উপায়

নরসুন্দা লেকসিটির অবস্থান শহরের হারুয়া এলাকায় আধুনিক সদর হাসপাতালে কাছে গুরুদয়াল কলেজের পাশে ঢাকা ও  কিশোরগঞ্জ জেলার আশপাশ থেকে একদিনে নরসুন্দা লেকসিটি ঘুরে আসতে পারবেন। ঢাকা থেকে বাসে বা  ট্রেনে সহজে কিশোরগঞ্জ আসতে পারবেন। কিশোরগঞ্জ শহরের যে কোন জায়গা থেকে সহজে রিকশা ও ইজিবাইকে গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে মুক্তমঞ্চে আসতে পারবেন। 

বাসে যাওয়ার উপায়

ঢাকা থেকে বাসে আসতে চাইলে ঢাকার গোলাপবাগ ও মহাখালী বাস স্ট্যান্ড থেকে অনন্যা সুপার বাস সার্ভিসে আসতে হবে কিশোরগঞ্জে। প্রতিদিন ভোর ৬ টা  থেকে ১৫ মিনিট পর পর বাস ছেড়ে আসে কিশোরগঞ্জে উদ্দেশ্যে। বাসের ভাড়া  নিবে জনপ্রতি ২৭০ থেকে ৩০০ টাকা। 

ট্রেনে যাওয়ার উপায়

ঢাকা থেকে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে আসতে চাইলে আপনাকে অবশ্যই আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনে আসতে হবে। এগারো সিন্ধুর প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন কমলাপূর ষ্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে বিমানবন্দর, টঙ্গী, নরসিংদী ও ভৈরব ষ্টেশন হয়ে কিশোরগঞ্জ আসে। শ্রেণী ভেদে ট্রেনের ভাড়া শোভন ১২৫ টাকা, শোভন চেয়ার  ১৫০ টাকা, প্রথম আসন ২০০ টাকা, প্রথম বার্থ ৩০০ টাকা,  স্নিগ্ধা  ২২৮ টাকা, এসি  ৩৪৫ টাকা, এসি বার্থ  ৫১৮ টাকা। 

ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)

  • এগারসিন্ধুর গোধূলি(৭৪৯) – ছাড়ায় সময় ০৭ঃ১৫ পৌছানোর সময় ১১ঃ১৫ (বুধবার বন্ধ)
  • এগারসিন্ধুর প্রভাতী(৭৩৭) –  ছাড়ায় সময় ১৮ঃ৪০ পৌছানোর সময় ২২ঃ৪৫ (বুধবার বন্ধ)
  • কিশোরগঞ্জ এক্সপ্রেস(৭৮১) –  ছাড়ায় সময় ১০ঃ৪৫ পৌছানোর সময় ১৫ঃ০০ (বুধবার বন্ধ) 

আরও পড়ুনঃ নিকলী হাওর ভ্রমণ গাইড

কোথায় খাবেন

কিশোরগঞ্জ শহরে বিভিন্ন মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। তার মধ্যে  গাংচিল, তাজ, স্টার ওয়ান, ধানসিঁড়ি, ইস্টিকুটুম, দারুচিনি, মাছরাঙ্গা ইত্যাদি রেস্টুরেন্টে অন্যতম। আর দয় মিষ্টি খেতে চাইলে একরামপুরের লক্ষী নারায়ণ মিষ্টান্ন ভান্ডার কিংবা মদন গোপালে ঢু মারতে পারেন।

থাকার উপায়

রাত্রিযাপনের জন্য কিশোরগঞ্জ শহরে বিভিন্ন মানের হোটেল রয়েছে। শহরের স্টেশন রোডে গাংচিল, হোটেল শেরাটন, রিভার ভিউ, নিরালা, উজান ভাটি, ক্যাসেল সালাম সহ বেশকিছু ভাল মানের আবাসিক হোটেল রয়েছে। এছাড়া অনুমতি সাপেক্ষে সরকারি ডাক-বাংলোতে থাকতে পারবেন।

কিশোরগঞ্জ আবাসিক হোটেল ও রিসোর্ট

হোটেল উজানভাটিঃ স্টেশন রোড, কিশোরগঞ্জ। এখানে নন-এসি সিঙ্গেল বেড রুম ২৩ টি, এসি সিঙ্গেল বেড রুম ০৮ টি, নন-এসি  ডাবল বেড রুম ০৬ টি,  এসি ডাবল বেড ‍রুম০৩ টি,  ডিলাক্স এসি রুম: ০৩ টি,  সুপার ডিলাক্স এসি রুম: ০২ টি। যোগাযোগ 01743-718718।

রিভারভিউ হোটেলঃ স্টেশন রোড, কিশোরগঞ্জ। এখানে নন-এসি সিঙ্গেল বেড রুম ৭ টি, এসি সিঙ্গেল বেড রুম ০৯ টি, নন-এসি  ডাবল বেড রুম ০২ টি,  এসি সেমি ডিলাক্স ০২ টি,  ডিলাক্স এসি রুম: ০২ টি,  সুপার ডিলাক্স এসি রুম: ০২ টি। যোগাযোগ  01754-231267।

ক্যাসেল সালাম ইনঃ বড়বাজার, কিশোরগঞ্জ। নন-এসি সিঙ্গেল বেড রুম ০৫ টি,  এসি সিঙ্গেল বেড রুম ০৩ টি, নন-এসি ডাবল বেড রুম ০২ টি, এসি ডাবল বেড ‍রুম ০২ টি। যোগাযোগ 01719-28706।

নিরালা হোটেলঃ ঈশা খাঁ রোড, কিশোরগঞ্জ। নন-এসি সিঙ্গেল বেড রুম ১২ টি,  নন-এসি ডাবল বেড রুম  ০৮ টি,  এসি ডাবল বেড ‍রুম ০২ টি। যোগাযোগ 01775-7245580, 1759-014554।

হোটেল পার্কঃ ঈশা খাঁ শপিং কমপ্লেক্স ( ৩য় তলা) রথখলা, কিশোরগঞ্জ। নন-এসি সিঙ্গেল বেড রুম ০২ টি,  এসি সিঙ্গেল বেড রুম ০১ টি, নন-এসি ডাবল বেড রুম  ০৫ টি, নন-এসি ডাবল বেড ‍রুম ০২ টি, এসি ডিলাক্স রুম: ০১ টি। যোগাযোগ 01865-676239, 01911-237822। 

গাংচিল হোটেলঃস্টেশন রোড, কিশোরগঞ্জ। নন-এসি সিঙ্গেল বেড রুম ১২ টি, এসি সিঙ্গেল বেড রুম ০২ টি, নন-এসি ডাবল বেড রুম ০৪ টি, এসি ডাবল বেড ‍রুম ০২ টি। যোগাযোগ 01724245155।

হোটেল রয়েল প্যালেসঃ এমএম শপিং কমপ্লেক্স গৌরাঙ্গ বাজার, কিশোরগঞ্জ। নন এসি সিঙ্গেল বেড রুম ০৪ টি, নন এসি ডাবল বেড রুম ০৮ টি, এসি ডাবল বেড ‍রুম ০৩ টি। যোগাযোগ 01742-591117, 01629-76453। 

আশেপাশের দর্শনীয় স্থান

কিশোরগঞ্জ জেলার উল্লেখযোগ্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনের মধ্যে আছে শোলাকিয়া ঈদগাহ ময়দান, কবি চন্দ্রাবতীর মন্দির, গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, কিশোরগঞ্জ লেক পার্ক, ঈশা খাঁর জঙ্গলবাড়ি দূর্গ, বালিখলা, মিঠামইন হাওর ও নিকলী হাওর ইত্যাদি।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
error: Content is protected !!