পানিহাটা তারানি পাহাড় ভ্রমণ গাইড (Panihata-Tarani Hill)

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

পানিহাটা তারানি পাহাড় (Panihata-Tarani Hill) শেরপুর জেলা শহর থেকে ২৫ কিলোমিটার এবং নালিতাবাড়ি উপজেলা শহর থেকে ১৯ কিলোমিটার  দূরে গারো পাহাড় সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া এলাকায় সারি সারি পাহাড় দিয়ে ঘেরা  অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থান। তারানি পাহাড়ের উত্তরে মেঘ আর কুয়াশার  আবছা আবরণে ঢাকা ভারতের তুরা পাহাড়। তুরা পাহাড়ের দূরের টিলাগুলো মেঘের সাথে মিতালি করে চারপাশে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। তুরার অববাহিকা থেকে সামনের পশ্চিম দিকে বয়ে চলেছে পাহাড়ী নদী ভোগাই । এ নদীর স্বচ্ছ পানির  নিচে রোদের আলোয় চিকচিক করা নুড়ি পাথর আর শত ফুট উঁচুতে থাকা সবুজ পাহাড় চারপাশে এক ভিন্নধর্মী সৌন্দর্যের আবহ তৈরি করেছে।

ভোগাই  নদীর পাশে রয়েছে খ্রিষ্টানদের চার্জ, ছোট একটি চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয় ও শিক্ষার্থীদের থাকার আবাসিক হোস্টেল। প্রকৃতির সান্নিধ্য পাওয়ার পাশাপাশি মেঘ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে অসংখ্য প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসু পর্যটকরা এই জায়গায় ঘুরতে আসে।

পানিহাটা কিভাবে যাবেন

ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড  থেকে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসে শেরপুর জেলা শহরে না গিয়ে নকলা উপজেলা থেকে নালিতাবাড়ি হয়ে পানিহাটা-তারানি পাহাড় যাওয়া বেশী সুবিধাজনক। এ ছাড়া ঢাকা  মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নালিতাবাড়ির বাসে এসে  পানিহাটা-তারানি পাহাড় যাওয়া যায়। নালিতাবাড়ির গড়কান্দা চৌরাস্তা মোড় থেকে নাকুগাঁও স্থলবন্দ গিয়ে পূর্ব দিকে মোড় নিয়ে ভোগাই ব্রিজ পাড় হতে হবে। এরপর পূর্ব দিক থেকে ৩ কিলোমিটার এগিয়ে চায়না মোড় মাত্র ১ কিলোমিটার পথ পাড়ি দিলেই পানিহাটা-তারানি পাহাড়ের মূল পয়েন্টে যেতে পারবেন।

ঢাকা টু শেরপুর বাস

সোনার বাংলা – যোগাযোগ ০১৭৭১-৫৫০০২০

সাদিকা – যোগাযোগ ০১৭১২১১৯১৮১, ০১৭৩৬৯৯০১৬১

শেরপুর চেম্বার অব কমার্স – যোগাযোগ ০১৩০০৮২৩৫১৫

শেরপুর টেনিস ক্লাব – যোগাযোগ ০১৭৬১৭৯৭৯৭৭

এস এ ট্রাভেলস – যোগাযোগ ০১৭২৪১৯১১১৮

কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি (শেরপুর-ঢাকা-শেরপুর)  – যোগাযোগ ০১৭৫৫-৪১৮১৪৩, ০১৯১২-৫৬৭৫৩০

এসি ডিলাক্স – যোগাযোগ ০১৭৩৪১৯০৬৬৫

এসি সুপার ডিলাক্স – যোগাযোগ ০১৭২৯৫৯২২৯৪

শেরপুর জেলা ক্রীড়া সংস্থা(এসি) (শেরপুর-ঢাকা-শেরপুর) – যোগাযোগ ০১৩১৩-৯৭০১২৯ 

বিআরটিসি(এসি) – যোগাযোগ ০১৭৫৮-৮৩৬৯৪৩

এফ জেড লাইন  – যোগাযোগ ০১৭৩০-৪৮৩১৭১

মুন রাজ – যোগাযোগ ০১৭৫৫-৪১৮১৪৩, ০১৯১২-৫৬৭৫৩০

মনিমুক্তা – যোগাযোগ ০১৯১৬-৫৯৫১৫১, ০১৭২৫৩৭১৮১৯ 

সুপ্রিম নাইট/ডে কোচ – যোগাযোগ ০১৭৭৫-৪১৩৫৪১

কোথায় থাকবেন

নালিতাবাড়ি বা শেরপুরে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। নালিতাবাড়িতে অবস্থিত হোটেল নালিতাবাড়ি গেস্ট হাউজ, মিথুন ইন এবং শেরপুরে থাকার জন্য বেশ কিছু মধ্য মানের আবাসিক হোটেল রয়েছে। 

শেরপুর আবাসিক হোটেল 

শাহী খানা খাজানা – যোগাযোগ ০৯৩১-৬১৬৪৭

হোটেল শাহজাহান  – যোগাযোগ ০১৯১১-৪১১৭৭১

সার্কিট হাউজযোগাযোগ ০৯৩১-৬১২৪৫

কাকলী গেষ্ট হাউজযোগাযোগ ০১৯১৪-৮৫৪৪৫০

আরাফাত গেস্ট হাউজযোগাযোগ ০৯৩১-৬১২১৭

হোটেল সম্পদযোগাযোগ ০১৭১২-৪২২১৪৫

হোটেল সাইদযোগাযোগ ০৯৩১-৬১৭৭৬

বর্ণালী গেস্ট হাউজযোগাযোগ ০৯৩১-৬১৫৭৫

কোথায় খাবেন

নালিতাবাড়িতে বিভিন্ন মানের বেশ কিছু হোটেল রয়েছে। এ গুলর মধ্যে  সেহের মল্লিক, ভেট্টো রেস্টুরেন্ট ও হোটেল সৌদিয়া অন্যতম। এছাড়া শেরপুন জেলা শহরে  নিউ মার্কেট এলাকায় বিভিন্ন মানের বেশ কিছু খাবারের হোটেল ও রেস্টুরেন্ট পাবেন।

শেরপুরের দর্শনীয় স্থান

শেরপুরের দর্শনীয় স্থানের মধ্যে মধুটিলা ইকোপার্ক, গজনী অবকাশ কেন্দ্র, মাইসাহেবা জামে মসজিদ, ও রাজার পাহাড় অন্যতম।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
error: Content is protected !!