পতেঙ্গা সমুদ্র সৈকত

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

পতেঙ্গা সমুদ্র সৈকত (Patenga Sea Beach) বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকত। সহজেই যাওয়া যায় বলে এই সমুদ্র সৈকত পর্যটকদের কাছে জনপ্রিয়তা বাড়েই চলছে। ৫ কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সমুদ্র  সৈকতকে নান্দনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা পর্যটকদের নজর কাড়ার মত। পতেঙ্গা সৈকত প্রস্থ খুব বেশি নয় এবং এখানে সাঁতার কাটা অনেক ঝুঁকিপূর্ণ। সমুদ্র সৈকতজুড়ে ভাঙ্গন রুধে কংক্রিটের দেয়াল এবং বড় পাথরের খণ্ড রাখা হয়েছে। নব্বইয়ের দশকে সৈকতের পাশে বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান স্থাপিত হয়েছে। সৈকতে বাতির ব্যবস্থা করে রাতের বেলা ভ্রমনকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 

এখানে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে ভ্রমণ পিপাসু পর্যটকেরা পতেঙ্গা সমুদ্র সৈকতে পাড়ি জমায়। চট্টগ্রাম বন্দরের জন্যে অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এইখানের পরিবেশকে করেছে মণ মুগ্ধকর ও দৃষ্টি নন্দন। পতেঙ্গায় স্পীড-বোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্যে রয়েছ ঘোড়া ও সী বাইক। কেনাকাটার জন্যে রয়েছে বার্মিজ মার্কেট আর খাওয়া দাওয়ার জন্যে আছে হরেক রকক মজাদার স্ট্রিট ফুড। পতেঙ্গা বিচের কাছেই রয়েছে বাংলাদেশ নৌ বাহিনীর ঘাটি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক। এইসব গুলো জায়গা কাছাকাছি হওয়ায় একসাথে ঘুরে দেখতে পারবেন । পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে সুন্দর সময় কাটানোর জন্যে চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সৈকত আসলেই এক সুন্দর স্থান। 

পতেঙ্গা সমুদ্র  সৈকত যাওয়ার উপায়

এই  সমুদ্র সৈকতে ভ্রমণ করতে  চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতেই হবে। চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন।

ঢাকা থেকে চট্টগ্রাম যাবার উপায়

সড়ক, রেল এবং আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে শ্যামলী,  ইউনিক, সৌদিয়া, টি আর ট্রাভেলস, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ, এস. আলম, মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি-নন এসি বাস চট্টগ্রামে যাতায়ত করে। শ্রেণী ভেদে বাসগুলোর ভাড়া ৯০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। 

ঢাকা টু চট্টগ্রাম বাস

শ্যামলী পরিবহন – আসাদ গেট কাউন্টার 01714-619173, কল্যাণপুর কাউন্টার 02-8091161, কলাবাগান কাউন্টার 02-9141047, আরামবাগ কাউন্টার 02-7194291, সায়েদাবাদ কাউন্টার 02-7541336

হানিফ এন্টারপ্রাইজ – কল্যাণপুর 02-9010214, 01713-049540, 01713-049541, কোলাবাগান 01730-376342, 01713-402670, ফকিরাপুল 02-7191512, আরামবাগ 01730-376343, 01713-402631

সৌদিয়া পরিবহণ – পান্থপথ কাউন্টার 01919-654926, 01919-654927, আরামবাগ কাউন্টার 01919-654932, 01919-654933,  সায়দাবাদ কাউন্টার 01919-654856, 01919-654929, ফকিরাপুল কাউন্টার 01919-654858, গাবতলী কাউন্টার 01919-654863, 01919-654753

গ্রিন লাইন – রাজারবাগ কাউন্টার 02-9342580, 02-9339623, আরামবাগ কাউন্টার 02-7192301, 01730-060009, ফকিরাপুল কাউন্টার 02-7191900, 01730-060013, কলাবাগান কাউন্টার 02-9133145, 01730-060006

সোহাগ পরিবহন – গাবতলী কাউন্টার 01926-699348, সায়েদাবাদ কাউন্টার 01926-699367,কল্যাণপুর কাউন্টার 09606444777, কমলাপুর কাউন্টার 01926-696262,

এস.আলম পরিবহন – কমলাপুর কাউন্টার  02-8315087, 01917-720395, ফকিরাপুল কাউন্টার  02-7193961, গাবতলী কাউন্টার 01813-329394

মডার্ন লাইন – গাবতলী কাউন্টার 01195412300, কল্যাণপুর কাউন্টার  01711985535, কলাবাগান কাউন্টার 01190867207, সায়েদাবাদ কাউন্টার 01190867211, 01190867212, ফকিরাপুল কাউন্টার 01190867208

ইকোনো – কমলাপুর কাউন্টার  01963-622229, ফকিরাপুল কাউন্টার  01963-622226, 01963-622227, কল্যাণপুর কাউন্টার  01963-622224, গোপালবাগ কাউন্টার  01963-622232, 

ঈগল পরিবহন – ফকিরাপুল কাউন্টার 01779-492952, সায়েদাবাদ কাউন্টার 01739-328045 গোলাপবাগ কাউন্টার 01973-328064

স্টার লাইন – মিরপুর ১ কাউন্টার  01973-259507,  আরামবাগ কাউন্টার, 01973-259524, ফকিরাপুল কাউন্টার, 01973-259525 মাগদা কাউন্টার 01973-259503

সেন্ট-মার্টিন – আরামবাগ কাউন্টার 01762-691341, 01762-691339, ফকিরাপুল কাউন্টার  01762691350,01762-691342, পান্থপথ কাউন্টার 01762-691364, কল্যাণপুর কাউন্টার 01762-691353

দেশ ট্রাভেলস –  মহাখালী কাউন্টার 01705- 430566, ফকিরাপুল কাউন্টার 01762-62093, আরামবাগ কাউন্টার 02-7192345, 01762-684430, 01709-989436, গাবতলি কাউন্টার 01762-684433

তুবা লাইন – কলাবাগান কাউন্টার  01876-005654, ফকিরাপুল কাউন্টার 01876-005652, আরামবাগ কাউন্টার 01876-00565, কমলাপুর কাউন্টার 01876-00569, সায়দাবাদ কাউন্টার  01876-005687

ঢাকা এক্সপ্রেস – ফকিরাপুল কাউন্টার 02-7193725, 01683-564838, মহাখালী কাউন্টার  01819968916, 01915-555780, ঝিগাতলা কাউন্টার 01912-226923, 01823-210626, আদাবর কাউন্টার 01817-514263, 01911-474337

হিমাচল এক্সপ্রেস – কচুক্ষেত কাউন্টার  01848-308959, 01709-955959, কাওরান বাজার কাউন্টার 01848-308991, 01709-955991, মহাখালী কাউন্টার 01848-308963, 01709-955963, 01819-968916, সায়দাবাদ কাউন্টার 01709-955982, 01848-308967

ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে কমলাপুর অথবা বিমানবন্দর রেলস্টেশান হতে সুবর্ন এক্সপ্রেস, সোনার বাংলা, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্রগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। এছাড়া বেশকিছু এরলাইন্স ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে।

ঢাকা টু চট্টগ্রাম ট্রেন

চট্টগ্রাম ট্রেনের সময়সূচী (আন্তঃনগর)

মহানগর প্রভাতী (৭০৪) ছাড়ায় সময় ০৭ঃ৪৫ পৌছানোর সময়  ১৪ঃ০০ (প্রতিদিন)

মহানগর এক্সপ্রেস (৭২২) ছাড়ায় সময় ২১ঃ২০ পৌছানোর সময় ০৪ঃ৫০ (রবিবার  বন্ধ)

তূর্ণা এক্সপ্রেস (৭৪২) ছাড়ায় সময় ২৩ঃ৩০ পৌছানোর সময় ০৬ঃ২০ (প্রতিদিন)

সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) ছাড়ায় সময় ০৭ঃ০০ পৌছানোর সময় ১২ঃ১৫ (বুধবার বন্ধ)

চট্টগ্রাম ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

চট্টগ্রাম মেইল (০২) ছাড়ায় সময় ২২ঃ৩০ পৌছানোর সময় ০৭ঃ২৫ (প্রতিদিন)

কর্ণফুলী এক্সপ্রেস (৪) ছাড়ায় সময় ০৮ঃ৩০ পৌছানোর সময় ১৮ঃ০০ (প্রতিদিন)

চট্টলা এক্সপ্রেস (৬৪) ছাড়ায় সময় ১৩ঃ০০ পৌছানোর সময় ২০ঃ৫০ (মঙ্গলবার বন্ধ)

চট্টগ্রাম থেকে পতেঙ্গা সমুদ্র  সৈকত যাবার উপায়

চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে পতেঙ্গার দূরত্ব ১৪ কিলোমিটার । চট্টগ্রাম শহর থেকে  নিজস্ব গাড়ি, সিএনজি বা লোকাল বাসে করে পতেঙ্গা যেতে পারবেন। চট্টগ্রাম শহর থেকে পতেঙ্গা যেতে সময় লাগবে এক ঘন্টা। সিএনজি দিয়ে গেলে ভাড়া নিবে ২৫০ থেকে ২৮০ টাকা। বাসে যেতে চাইলে বেশ কিছু জায়গা থেকে সী বীচ গামী লোকাল বাস পাওয়া যায়, তার মধ্যে নিউমার্কেট, রেল স্টেশন রোড, বহাদ্দারহাট, লালখান বাজার মোড়, জিইসি মোড় এবং চক বাজার মোড় থেকে সী বীচ গামী বাস ছেড়ে যায়। 

একদিনে পতেঙ্গা সমুদ্র  সৈকত ভ্রমণ পরিকল্পনা

ঢাকা থেকে চাইলে একদিনে পতেঙ্গা সহ বেশ কয়েকটি  জায়গা ঘুরে আবার ফিরে যেতে পারবেন। সেইক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে রাতের ট্রেন বা বাসে আসতে হবে। সকালে চট্টগ্রাম পৌঁছে নাস্তা করে চলে যান পতেঙ্গায়। সেখানে ঘুরে দুপুরে মধ্যে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে অন্য কোন জায়গা ঘুরে রাতে বাসে করে চলে আসুন ঢাকায়।

পতেঙ্গা সমুদ্র সৈকত খাবেন কোথায়

পতেঙ্গা সী বিচেই বেশ কিছু  স্ট্রিট ফুডের দোকান রয়েছে। সেখানে মজাদার বেশ কিছু খাবার পাওয়া যায়। সেখান থেকে  ভাজাপোড়া, পেয়াজু, কাঁকড়া ভাজা সহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারেন। এছাড়া ফূড কোর্ট গুলোতে খাওয়ার জন্যে ফাস্ট ফুড আইটেম পাবেন ।

যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার দেখতে চান তাহলে  চট্টগ্রাম শহরে এসে চলে যেতে পারেন হোটেল জামান-এ। আর মেজবানি খেতে চান তাহলে চলে  যেতে পারেন চকবাজারে অবস্থিত “মেজবান হাইলে আইয়্যুন” রেস্তোরায়। এছাড়াও চট্টগ্রাম শহরে রয়েছে বেশকিছু ভাল মানের রেস্টুরেন্ট এদের মধ্যে বারকোড ক্যাফে, গ্রিডি গাটস,  মিলেঞ্জ রেস্টুরেন্ট, ধাবা, ক্যাফে ৮৮, সেভেন ডেইজ, হান্ডির নাম, গলফ গার্ডেন রেস্টুরেন্ট, কোষ্টাল মারমেইড রেস্টুরেন্ট এন্ড লাউঞ্জ, বোনানজা পোর্ট রেস্টুরেন্ট ইত্যাদি অন্যতম।

পতেঙ্গা সমুদ্র  সৈকত থাকবেন কোথায়

পতেঙ্গা চট্টগ্রাম শহরের কাছে বলে সাধারণত পর্যটকগণ রাতে থাকার জন্যে চট্টগ্রাম শহরেই চলে আসে। সৈকতের কাছে থাকতে চাইলে থাকতে পারেন  বাটারফ্লাই পার্ক রিসোর্টে। এখানে থাকতে খরচ হবে ৪০০০ থেকে ৭০০০ টাকা। এছাড়া কম খরচে পতেঙ্গার কাছে থাকতে হলে আপনাকে CEPZ এলাকায় মাঝারি মানের কোন  হোটেলে থাকতে হবে। আর আপনি যদি চট্টগ্রাম চলে আসেন তাহলে এখানে বিভিন্ন মানের  হোটেল রয়েছে। আপনার পছন্দমত ও বাজেট অনুযায়ী কোন হোটেল নিশ্চিন্তে রাত্রিযাপন করতে পারবেন। 

চট্টগ্রাম আবাসিক হোটেল

হোটেল লর্ডস ইন – পূর্ব নাসিরাবাদ, সিডিএ এভিনিউ, খুলশী, চট্টগ্রাম যোগাযোগ 031-2552671-4

রয়েল পার্ক –  ১৭০২, সিডিএ এভিনিউ, নাসিরাবাদ, চট্টগ্রাম যোগাযোগ 01819-345072

এশিয়ান এস. আর. হোটেল – ২৯১, ষ্টেশন রোড, চট্টগ্রাম যোগাযোগ 031-2850346-8

ল্যান্ডমার্ক হোটেল – ৩০৭২, শেখ মুজিব রোড, আগ্রাবাদ যোগাযোগ 031-813598, 031-727299

হোটেল দৌস – ৬৪৫ কমার্স কলেজ রোড, চট্টগ্রাম যোগাযোগ 031-720487, 031-725467

টাওয়ার ইন ইন্টা হোটেল – লিভারটি টাওয়ার, জুবলী রোড, চট্টগ্রাম যোগাযোগ 031-842691, 031-842692

হোটেল সিলেট সুপার – ১৬, ষ্টেশন রোড, চট্টগ্রাম। যোগাযোগ 031-841451, 031-841452

হাবীব বোডিং – ২১৫নং লয়েল রোড, চট্টগ্রাম যোগাযোগ 031-630309

হোটেল পার্ক – ৬২৭, ডিটি রোড, কদমতলী, চট্টগ্রাম যোগাযোগ 01819-388011

ফয়জিয়া হোটেল – ২৮৪ লালদিঘীর পশ্চিম পাড়, কোতোয়ালী, চট্টগ্রাম যোগাযোগ 031-2851838, 031-2852886

সেঞ্চুরী পার্ক – রোড-৪, বাড়ী-৮, খুলশী, চট্টগ্রাম যোগাযোগ 031-2550313 

সিলমুন হোটেল – ১৩৪, সিডিএ ওয়াসা, দামপাড়া, চট্টগ্রাম যোগাযোগ 031-628302, 031-840755

সার্কিট হাউজ – সার্কিট হাউজ এলাকা, চট্টগ্রাম যোগাযোগ 01712-239823

আশেপাশের দর্শনিয় স্থান

সীতাকুণ্ডের খুব কাছে হওয়ায়, পতেঙ্গা সমুদ্র সৈকত যাওয়া আসা ও দেখার পরেও হাতে থাকবে অনেকটুকু যময়। এই সময়ে আপনি চাইলে সীতাকুণ্ডের আশেপাশের আরও অনেক দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। গুলিয়াখালীর আশেপাশে ভ্রমণ স্থান গুলোর মধ্যে আছে, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, সীতাকুণ্ড ইকো পার্ক, চন্দ্রনাথ মন্দির ও পাহাড়, ঝরঝরি ঝর্না, কমলদহ ঝর্ণা, কুমিরা সন্দ্বীপ ঘাট, মহামায়া লেক, খৈয়াছড়া ঝর্ণা, নাপিত্তাছড়া ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা ইত্যাদি। আপনার সময় ও কি দেখার ইচ্ছে সেই অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আপনার ভ্রমণ পরিকল্পনা।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
error: Content is protected !!