শাহ জামালের মাজার শরীফ জামালপুর (Shah Jamaler Mazar)
জামালপুর জেলা সদরের ব্রহ্মপুত্র নদী তীরে চাপাতলি ঘাটের কাছে অত্র অঞ্চলের বিখ্যাত সুফি সাধক শাহ জামালের মাজার শরীফ (Shah Jamaler Mazar) অবস্থিত। হযরত শাহ জামাল (রহঃ) ১৫৮৬ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের রাজত্বকালে ধর্ম প্রচারের উদ্দেশ্য সুদূর মধ্যপ্রাচ্যরের ইয়েমেন থেকে এই অঞ্চলে আগমণ করেন। সুফি দরবেশ পীরে কামেল হযরত শাহ জামাল (রহঃ) এর আধ্যাত্মিক জ্ঞান ও অলৌকিক ক্ষমতার কথা মুঘল দরবার পর্যন্ত ছড়িয়ে যায়। তখন বাদশা আকবর হযরত শাহ জামাল (রহঃ) এর খানকা শরীফের সমস্ত ব্যয় বার বহন করার আগ্রহ পোষণ করে এবং সেই সাথে হযরত শাহ জামাল (রহঃ) এর কাছে কয়েকটি পরগনা দানের সনদ পাঠান। কিন্তু তিনি এই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যাণ করেন। পরবর্তীতে হযরত শাহ জামাল (রহঃ)-এর কারণে এ অঞ্চলের নাম লাভ করে জামালপুর।
বর্তমানে হযরত শাহ জামালের মাজার শরীফের নির্মাণে দৃষ্টিনন্দন ও আধুনিকায়ন করা হয়েছে। আর সমাধিস্থলের উত্তর পাশে একটি পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে এখানে পাঁচ ওয়াক্ত নাজাম আদায় করা হয়।প্রতি বছর রবিউস সানি মাসের ৩য়, ৪র্থ ও ৫ম দিন শাহ জামালের মাজারে বার্ষিক ওরস মাহফিল অনুষ্টিত হয়। এছাড়া প্রতি বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ মাজার শরীফ জিয়ারত এবং বিভিন্ন উদ্দেশ্যে এখানে মানত করতে আসে।
কি ভাবে যাবেন শাহ জামালের মাজার শরীফ
ঢাকা থেকে বাসে ও ট্রেনে জামালপুর যাওয়া যায়। তবে ঢাকা থেকে ট্রেনে জামালপুর যাওয়া বেশী সুবিধাজনক। কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে অগ্নিবিনা এক্সপ্রেস, যমুনা, তিস্তা, ও ব্রহ্মপুত্র ট্রেনে জামালপুর যাওয়া যায়। আর মহাখালী বাস স্ট্যান্ড থেকে রাজিব পরিবহণের বাসে জামালপুর যেতে পারবেন। বাস কিংবা ট্রেনে জামালপুর জেলায় পৌঁছে রিক্সা অথবা অটো করে সহজে শাহ জামালের মাজারে যেতে পারবেন।
ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী (আন্তঃনগর এক্সপ্রেস)
তিস্তা এক্সপ্রেস(৭০৭) – ছাড়ার সময় সকাল ০৭:৩০ পৌছানোর সময় দুপুর ১২:৪০ (সোমবার বন্ধ)
অগ্নিবিনা এক্সপ্রেস(৭৩৫) – ছাড়ার সময় সকাল ১১:০০ পৌছানোর সময় বিকাল ০৫:৪৫ (বন্ধ নেই)
যমুনা এক্সপ্রেস(৭৪৫) – ছাড়ার সময় বিকাল ০৪:৪৫ পৌছানোর সময় রাত ১০:৫৫ (বন্ধ নেই)
ব্রহ্মপুত্র এক্সপ্রেস(৭৪৩) – ছাড়ার সময় সন্ধ্যা ০৬:১৫ রাত পৌছানোর সময় ১১:৫০ (বন্ধ নেই)
ঢাকা টু জামালপুর ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)
ময়মনসিংহ এক্সপ্রেস (৩৭) – ছাড়ার সময় সকাল ০৬:৩৮ পৌছানোর সময় সকাল ০৯:২০ (বন্ধ নেই)
দেওয়ানগঞ্জ কমিউটর(৪৭) – ছাড়ার সময় ভোর ০৫:৪০ পৌছানোর সময় সকাল ১০:২২ (বন্ধ নেই)
জামালপুর কমিউটর(৫১) – ছাড়ার সময় দুপুর ০৩:৪০ পৌছানোর সময় রাত ০৮:৪৮ (বন্ধ নেই)
ভাওয়াল এক্সপ্রেস(৫৫) – ছাড়ার সময় রাত ০৯:২০ পৌছানোর সময় রাত ০৩:৩২ (বন্ধ নেই)
ধলেশ্বরী এক্সপ্রেস (৭৫) – ছাড়ার সময় দুপুর ০১:১৭ পৌছানোর সময় দুপুর ০৩:৪৫ (বন্ধ নেই)
কোথায় থাকবেন শাহ জামালের মাজার শরীফ
জামালপুরের ষ্টেশন রোড ও গেইট পাড়ে অনেক আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল খান আবাসিক, আল সামাদ, হোটেল রাসেল, হোটেল রাশেদ, হোটেল নিলয়, হোটেল আল সিরাজ, হোটেল শাহ জামাল ও হোটেল সানোয়ার অন্যতম।
জামালপুর আবাসিক হোটেল
হোটেল রায়ান ইন্টারন্যাশনাল – আনসারী প্লাজা ঢাকাইয়া পট্টি জামপুর। যোগাযোগ +8801735-544650, 0981-64038
সার্কিট হাউস – জামালপুর জামালপুর সদর, জামালপুর। যোগাযোগ 098163011
হোটেল তাজমহল – সকল বাজার, জামালপুর। যোগাযোগ 0981-63133
গ্র্যান্ড দেলোয়ার – ফুলবাড়ীয়া, জামালপুর। যোগাযোগ 01723-230002
হোটেল শাহজামাল – মেডিকেল রোড, জামালপুর সদর। যোগাযোগ 01712-225622
হোটেল সজিব – স্টেশন বাজার,জামালপুর সদর যোগাযোগ 0981-62666
আল সিরাজ হোটেল – গেইট পাড়, জামালপুর যোগাযোগ 0981-62592
কোথায় খাবেন
জামালপুরে খাওয়া দাওয়ার জন্য রয়েছে বেশ কিছু দেশিও খাবারে হোটেল ও চাইনিজ রেস্টুরেন্ট। হোটেল মদিনা, নিরিবিলি হোটেল ও আড্ডা ক্যাফে নামের রেস্তোরাঁ আছে। এছাড়া জামালপুর জেলা শহরে হোটেল শ্যামল বাংলা, মেক্সিকান হট সাবওয়ে, এফএইচটি, তাজ ক্যাফে, জেএফসি রেস্টুরেন্টের মতো বেশ কিছু বাঙ্গালি, ফাস্টফুড ও চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে।