শিমুল বাগান সুনামগঞ্জ

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

শিমুল বাগান (Shimul Bagan) দিনে দিনে ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বসন্তকালে রক্তিম লাল ফুলে ভরে ওঠে শিমুল বাগান। তাই বসন্তকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য প্রকৃতি প্রেমিক ভ্রমণপিপাসু পর্যটক ছুটে আসেন শিমুল বাগানের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার যাদুকাটা নদীর তীর ঘেঁষা মানিগাঁও গ্রামে অবস্থিত। ২০০২ সালে ধনাঢ্য ব্যবসায়ী ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নিজের প্রায় ২৫ একর জায়গায় শৌখিনতার বসে প্রায় তিন হাজার শিমুল গাছ রোপণ করেন। দিনে দিনে চারা গাছ গুলো বেড়ে উঠে বিশাল এক শিমুল বাগানে পরিণত হয়েছে। 

যাদুকাটা নদী তীর ঘেঁষে গড়ে ওঠা এই বাগান দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান (Shimul Bagan)। ওপাড়ে মেঘালয়ের উঁচু পাহাড় সারি, এপাড়ে সারিবদ্ধ রক্তিম লাল ফুলের বিশাল শিমুল বাগান, মাঝখানে নীল জলধারার পাশাপাশি চারপাশের প্রকৃতির সৌন্দর্য্য এখানে আসা সমস্ত ভ্রমণপিপাসু পর্যটকের মনকেই রাঙিয়ে দেয়।  

শিমুল বাগান ভ্রমণে যাওয়ার উপযুক্ত সময়

বছরের যে কোন সময়ে শিমুল বাগান (Shimul Bagan) ভ্রমণ করা যায়। তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুনের শুরুর দিকে যেতে হবে। ফেব্রুয়ারির ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে গেলে সেখানকার বিস্ময়কর সৌন্দর্য সবচেয়ে ভালো ভাবে উপভোগ করতে পারবেন।

আর বর্ষায় গেলে ফুল না থাকলেও ঘন সবুজ শিমুল বাগান পাবেন। তখন টাঙ্গুয়ার হাওর পানিতে ভরপুর থাকে। তখন শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে পারবেন নৌকায় চড়ে। বর্ষাকালে হাওরের অথৈ জলের মাঝখানে দ্বীপের মত ভেসে থাকা সবুজ শিমুল বাগানের বিস্ময়কর সৌন্দর্য  এখানে আসা পর্যটকদের বিমোহিত করে।

আরও পড়ুনঃ ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ তথ্য

কিভাবে যাবেন শিমুল বাগান

বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনি শিমুল বাগান (Shimul Bagan) ভ্রমণ করতে পারবেন। শিমুল বাগান যেতে চাইলে প্রথমে আপনাকে সুনামগঞ্জ জেলা সদরে আসতে হবে। ঢাকার মহাখালী, সায়দেবাদ, গাবতলী ও ফকিরাপুল থেকে এনা, হানিফ ও শ্যামলী পরিবহনের বাস নিয়মিত সুনামগঞ্জ রুটে যাতায়াত করে। নন-এসি এসব বাসে ভাড়া লাগবে ৭০০ থেকে ৮০০ টাকা। ঢাকা থেকে বাসে সুনামগঞ্জ যেতে সময় লাগে ৬ ঘণ্টা। শুকনো সময়ে সুনামগঞ্জ থেকে লাউড়েরগড় হয়ে অথবা তাহিরপুর হয়ে শিমুল বাগান যাওয়া যায। আপনি যেভাবেই  যান সময় লাগবে প্রায় ২ঘন্টা। সারাদিনের জন্যে গাড়ি রিসার্ভ করলে শিমুল বাগান সহ আশেপাশের অন্যান্য জায়গাও ঘুরে দেখতে পারবেন। মোটরসাইকেলে ২জন যেতে পারবেন, সারাদিনের জন্যে ভাড়া লাগবে ১০০০-১৫০০ টাকা এবং সিএনজিতে ১৫০০-২০০০ টাকা। আপনি যদি খরচ কমাতে চান তাহলে সুনামগঞ্জ থেকে বাইকে বা সিএনজিতে লাউড়েরগড় পর্যন্ত গিয়ে নৌকায় নদী পার হয়ে যেতে পারবেন শিমুল বাগান। আর বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর দেখার পাশাপাশি শিমুল বাগান সহ বাকি সব জায়গা নৌকায় অথবা স্প্রীডবোট নিয়েই ঘুরে দেখতে পারবেন।

এছাড়া আপনি যদি বাইক নিয়ে ভ্রমণ করেত ভালোবাসেন। কিংবা নিজের বাইকে করে শিমুল বাগান ভ্রমণ করতে চান। তাহলে বসন্ত কালের শুরুর দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাও বর্ডার রোড ধরে শিমুল বাগান যেতে পারবেন। তবে এই রাস্তা ব্যবহার করলে অনেকটা কষ্ট করেই পৌঁছাতে হবে শিমুল বাগান। এই পথে গেলে পাঁচগাও থেকে শিমুল বাগান পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা মেঘালয়ের পাহাড় ঘেঁষা। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে শিমুল বাগান পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না।

ঢাকা টু সুনামগঞ্জ বাস সার্ভিস 

এনা ট্রান্সপোর্ট মহাখালি কাউন্টার 01760-737650, ফকিরাপুল কাউন্টার  01869-802736্‌ মীরপুর কাউন্টার 01869-802731, আব্দুল্লাহপুর কাউন্টার  01869-802729, সায়েদাবাদ কাউন্টার 01869-8027। 

শ্যামলী পরিবহন – ভাড়া ৫৫০ টাকা। গাবতলী কাউন্টার 01865-068925, আসাদগেট কাউন্টার  01714-619173, কল্যাণপুর কাউন্টার 01716-478951, সায়েদাবাদ কাউন্টার 02-7541336, ফকিরাপুল কাউন্টার 02-7193725।

হানিফ এন্টারপ্রাইজ – ভাড়া ৫৫০ টাকা। কল্যণপুর কাউন্টার 01713-049540, শ্যামলী কাউন্টার  01713-402639, গাবতলী কাউন্টার 02-9012902, ফকিরাপুল কাউন্টার  02-7191512, সায়েদাবাদ কাউন্টার 01713-402673।

মামুন এন্টারপ্রাইজ – ভাড়া ৬০০ টাকা। সায়েদাবাদ কাউন্টার 01711-337851, 01783-877560, ফকিরাপুল কাউন্টার 01783-877562, আব্দুল্লাহপুর কাউন্টার 01783-877563, গাবতলী কাউন্টার 01958-454238।

আরও পড়ুনঃ নীলাদ্রি লেক ভ্রমণ তথ্য

শিমুল বাগান কোথায় থাকবেন

শিমুল বাগানের কাছাকাছি থাকার মত ভালো কোন হোটেল নেই। যদি থাকতেই হয় তাহলে শিমুল বাগানের কাছে বাদাঘাট বাজারের আল মদিয়া হোটেল তুলনামূলক ভালো। ছাড়াও টেকেরঘাট নীলাদ্রী লেকের কাছে বড়ছড়া বাজারের হোটেল খন্দকার, হোটেল নিলাদ্রি অথবা মেঘালয়া গেস্ট হাউজে ৬০০ টাকা থেকে ১০০০ টাকায় রুম পাওয়া যায়। আপনি যদি ভালো পরিবেশে থাকতে চান তাহলে আপনাকে সুনামগঞ্জ জেলা শহরে থাকতে হবে। সেখানে আপনি ৮০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে।

সুনামগঞ্জ আবাসিক হোটেল 

খন্দকার হোটেল – বড়ছড়া বাজার, টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। যোগাযোগ 01740-311810।

হোটেল নিলাদ্রি – টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। যোগাযোগ 01737-601684।

হাওর বিলাস গেস্ট হউস – হাজিরপাড়া সুনামগঞ্জ। যোগাযোগ 01716-388439। 

নূরানী হোটেল – সুনামগঞ্জ শহরের পুরাতন স্টেশনে অবস্থিত। যোগাযোগ 0871-55346।

ওমর হোটেল – সুনামগঞ্জ পৌরসভার স্টেশন রোডে অবস্থিত। যোগাযোগ 01746-863300।

হোটেল প্যালেস – সুনামগঞ্জ পৌরসভাস্থ স্টেশন রোডে অবস্থিত। যোগাযোগ 0871-55341।

মিজান হোটেল – সুনামগঞ্জ পৌরসভাস্থ জগন্নাথ মন্দিরের পাশে অবস্থিত। যোগাযোগ 01765-308848।

সুরমা ভ্যালি রেসিডেন্সিয়াল রিসোর্ট – পুরাতন বাসস্টেন্ড, স্টেশন রোড, সুনামগঞ্জ। যোগাযোগ 01763-880028।

রয়েল ইন – পুরাতন বাস স্টেন্ড, সুনামগঞ্জ। যোগাযোগ 01792-873355। 

সারপিনিয়া হোটেল – জগন্নাতবাড়ি রোড, সুনামগঞ্জ। যোগাযোগ 0871-55278। 

আরও পড়ুনঃ জাফলং ভ্রমণ তথ্য

কোথায় খাবেন

এখানে তেমন ভালো মানের হোটেল নেই। শিমুল বাগানকে ঘিরেই কিছু অস্থায়ী খাবার দোকান পাবেন। প্রয়োজনে সেখানে খেতে পারবেন। এছাড়া বারিক টিলার নিচে, লাউড়েরগর বাজার, বড়ছড়া বাজার ও বাদাঘাট বাজারে কিছু মোটামুটি মানের দেশীয় খাবার হোটেল আছে। খুব ভালো মানের খাবার আশা করা ঠিক হবে না। তবে স্থানীয় তাজা সবজী, হাওরের নানা রকম মাছ, ভর্তা ভাজির নানা পদের খাবারের স্বাদ খুব খারাপ হবেনা।

আশেপাশে দর্শনীয় স্থান

শিমুল বাগান ঘুরতে যাওয়া ভ্রমনপিপাসুরা চাইলে সুনামগঞ্জ জেলার আরও কিছু দর্শনীয় স্থান একসাথেই ঘুরে দেখতে পারবেন। আপনার হাতে সময় থাকলে ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে আপনার ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন। একদিনে আপনি ঘুরে দেখতে পারবেন যাদুকাটা নদী, বারিক টিলা, টেকেরঘাটের শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক)


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!