সোমেশ্বরী নদী বিরিশিরি দুর্গাপুর

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

প্রাকৃতিক সৌন্দর্য গেঁড়া  নেত্রকোণা  জেলার দুর্গাপুরের স্বচ্ছ সোমেশ্বরী নদী (Someshwari River)। সোমেশ্বরী নদীটি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের অভ্যন্তরে সীমসাংগ্রী বা সমসাংগা নামক স্থান থেকে উৎপন্ন হয়ে বাঘমারা বাজারের পাশ দিয়ে দুর্গাপুর এ প্রবেশ করেছে। দুর্গাপুরের পাশ দিয়েই বয়ে গেছে এ অসাধারণ সুন্দর নদীটি। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে সৃষ্ট এ নদী মেঘালয়ের বাঘমারা বাজার হয়ে রানিখং পাহাড়ের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সীমসাংগ্রী থেকে উৎপন্ন বলেই সোমেশ্বরী বলা হয়। আবার জনশ্রুতি আছে যে, সোমেশ্বর পাঠক নামে এক সিদ্ধপুরুষ এ অঞ্চলের দখল নেওয়ার পর থেকে নদীটি সোমেশ্বরী নাম লাভ করে। একেক ঋতুতে এ নদীর সৌন্দর্য একেক রকম! তবে সারা বছরই এর জল টলটলে স্বচ্ছ। বর্ষা মৌসুমে বেড়ে গেলেও শীতে সোমেশ্বরীর জল অনেকাংশেই কমে যায়। শীত কালে যখন পানি কম থাকে তখন সোমেশ্বরী নদীতে হাটু পানিতে নেমে হাটা হাটি করার ফিলিংস টাই অন্যরকম।

স্বচ্ছ সোমেশ্বরী নদী সৌন্দর্যের পাশাপাশি বিরিশিরিতে বিজয়পুরের আকর্ষণীয় চিনামাটির পাহাড়, নীল পানির লেক, সুসং দুর্গাপুরের জমিদার বাড়ি, রানী খং গির্জা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী, কমলা রানীর দীঘী ভ্রমন পিপাসুদের জন্য আদর্শ জায়গা। সোমেশ্বরী নদী পাড়ের ঘন কাশবন ও দূরের গারোপাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দেবে সব ব্যস্ততা।

 

বিরিশিরি কি ভাবে যাবেন

আপনারা বাংলাদেশের যে কোন জায়গা থেকে বিরিশিরি যেতে পারবেন। বিরিশিরি যাওয়ার জন্য সর্ব প্রথম ময়মনসিংহ আসতে হবে। তারপর ২ টা রাস্তা ব্যবহার করে আপনারা বিরিশিরি যেতে পারবেন। প্রথমমত আপনারা ময়মনসিংহ নেত্রকোণা হাইওয়ে দিয়ে প্রায় ২০ কি মি যাওয়ার পর শ্যামগঞ্জ বাজার থেকে বাম পাশ দিয়ে সুজা দুর্গাপুর আর সেখানে সোমেশ্বরী নদী পার হলেই বিরিশিরি বিজয়পুর। আর দ্বিতীয়ত ময়মনসিংহ থেকে হালুয়াঘাট হয়ে বর্ডার রোড দিয়ে সুজা বিরিশিরি বিজয়পুর। হালুয়াঘট দিয়ে গেলে রাস্থায় দেখা মিলবে হালুয়াঘাটের গাব্রাখালি স্থলবন্দর ও গাব্রাখালি পর্যটন কেন্দ্র।

ঢাকার মহাখালী বাস স্টেশন থেকে সরাসরি দুর্গাপুর (Durgapur) যাওয়ার কিছু সংখ্যক বাস ছাড়ে। এ পথে চলাচলকারী দু’একটি বাস সার্ভিস হলো সরকার, জিন্নাত ইত্যাদি। ভাড়া ২৫০-৩৫০ টাকা। ৫-৭ ঘন্টার মধ্যেই আপনি পৌছে যাবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর বিরিশিরিতে। ঢাকা ফেরার জন্য দুর্গাপুরের প্রাণকেন্দ্র তালুকদার প্লাজার সামনে থেকে রাত এগারটায় এবং সাড়ে এগারটায় দুটি নাইট কোচ ঢাকার উদ্দ্যশ্যে ছেড়ে যায়। আপনি এখান থেকে টিকিট সংগ্রহ করে বাসে যেতে পারেন। ভোর পাঁচটার মধ্যেই মহাখালী পৌঁছে যাবেন।

আরও পড়ুনঃ কাপ্তাই লেক ভ্রমণ গাইড

বিরিশিরি বাজার থেকে ইজিবাইক বা অটো ব্রিক্সা ভাড়া করে এই চীনামাটির পাহাড়সহ আরো কয়েকটি দর্শনীয় জায়গা ঘুরে দেখা যাবে। পুরো দিনের জন্য ভাড়া পড়বে ১০০০-১২০০ টাকা । পাচ থেকে ছয়ঘন্টা সময়ের মধ্যে উপজাতীয় কালচারাল একাডেমী, রাণীখং চার্চ, সোমেশ্বরী নদী, গারো পল্লী,কমলা বাগান, চীনামাটির পাহাড় ঘোরা হয়ে যাবে।

বিরিশিরি কোথায় থাকবেন

বিরিশিরিতে থাকার জন্য এখনও খুব ভালো মানের রিসোর্ট বা হোটেল গড়ে উঠেনি। তবে এখানে রাত্রি যাপন করতে চাইলে থাকতে হবে জেলাপরিষদ ডাক বাংলোতে। এছাড়া এখানে মধ্যম মানের কিছু হোটেল আছে চাইলে কম খরচে থাকতে পারবেন।

বিরিশিরি হোটেল ও রিসোর্ট

সুমেশ্বরী লাক্সারী হোটেল – থানা রোড, মুক্তারপাড়া দুর্গাপুর, নেত্রকোনা যোগাযোগ 01719-437888 

স্বর্ণা গেষ্ট হাউজ – বাস স্ট্যান্ডের সাথে যোগাযোগ 01748-964322

বিচিত্রা গেষ্ট হাউজ – বাস স্ট্যান্ডের সাথে যোগাযোগ 01793-695945

আমাদের বাড়ি রিসোর্ট – বিজয়পুর সাদা মাটির পাহাড়ের কাছে যোগাযোগ 01711-071177, 01818-664748

সুসং হোটেল – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01914-791254

হোটেল গুলশান – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01711-150807

হোটেল জবা – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01711-186708, 01753-154617

নদীবাংলা গেষ্ট হাউজ – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01771-893570, 01713-540542

জেলা পরিষদ ডাক বাংলা – দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01725-571795

হোটেল নিরালা –  দুর্গাপুর,নেত্রকোণা যোগাযোগ 01712-786798

ওয়াই.ডব্লিউ.সি.এ রেস্ট হউস –  বিরিশিরি, দূর্গাপুর যোগাযোগ 01711-027901

কোথায় খাবেন

বিরিশিরিতে ঘুরতে আসার সময় হালকা কিছু খাবার সাথে রাখতে পারেন কারণ এখানে যত্রতত্র খাবারের কিছু পাওয়া যায় না। এখানে মধ্যম মানের কিছু দেশিও খাবার হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভাত, মাছ, ডাল, বর্তা ও মাংসের পাশাপাশি বকের মাংসও পাওয়া যায়।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!