ভিন্নজগত পার্ক
ভিন্নজগত পার্ক বা বিনোদন কেন্দ্র (Vinnojogot Amusement Park) রংপুর জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। সবুজে ঘেরা এই পার্কটিতে রয়েছে নানান স্থাপনা। ২০০১ সালে বিভাগীয় শহর রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকার প্রায় ১০০ একর জায়গা জুড়ে গড়ে তুলা হয় এই বিনোদন কেন্দ্রটি। এখানে রয়েছে শোভা বর্ধনকারী দেশি বিদেশি হাজারো বৃক্ষে এবং প্রতিটি গাছে নানা প্রজাতির পাখির কোলাহলে মুখর হয়ে থাকে সবসময়। ভিন্নজগতে স্থান পেয়েছে আধুনিক বিশ্বের বিস্ময় এবং দেশের প্রথম প্লানেটোরিয়াম। রয়েছে সি প্যারাডাইস, রোবট স্ক্রিল জোন, স্পেস জার্নি, জল তরঙ্গ, আজব গুহা, নৌকা ভ্রমণ, শাপলা চত্বর, বীরশ্রেষ্ঠ এবং ভাষা সৈনিকদের ভাস্কর্য, ওয়াক ওয়ে, থ্রিডি মুভি, ফ্লাই হেলিকপ্টার, মেরি গো রাউন্ড, লেক ড্রাইভ, সুইমিং পুল স্পিনিং হেড, মাছ ধরার ব্যবস্থা। একই সঙ্গে রয়েছে অন্তত ৫শ’টি পৃথক দলের পিকনিক করার ব্যবস্থা।
শিশুদের বিনোদনের জন্য ভিন্নজগত পার্ক এ স্থাপন করা হয়েছে হাতি, ঘোড়া, ক্যাঙ্গারু সহ বিভিন্ন প্রাণির ভাস্কর্য। এখানে রয়েছে প্রায় ৯০০ গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা, থ্রি স্টার মানের ড্রিম প্যালেস হোটেল, ৭ টি কটেজ। এছাড়াও ভিন্নজগতের লেকে নৌভ্রমণের সুবিধা এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর সব কিছু মিলে ভিন্নজগৎ উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
ভিন্নজগতে প্রবেশ মূল্য
ভিন্নজগতে প্রবেশ করতে জনপ্রতি ৩০ টাকা মূল্যের প্রবেশ টিকেট সংগ্রহ করতে হয়। এছাড়া ভেতরের প্রতিটি রাইড উপভোগের জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে।
কিভাবে যাবেন
বাসে যাবার উপায়
রাজধানী ঢাকার মহাখালী, মোহাম্মদপুর, গাবতলী এবং কল্যাণপুর থেকে রংপুর যাওয়ার এসি ও নন-এসি বাস যাতায়াত করে। ঢাকা থেকে রংপুর যেতে বাসের মানভেদে ভাড়া ৭০০ থেকে ১৫০০ টাকা ।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন
গ্রিনলাইন পরিবহন: 88-02-9112287, 88-02-9133145, 01730060006
আলহামরা ট্র্যাভেলস: 88-02-9005612, 01721802031
মীম পরিবহন– 01911-013694, 01734422971
এস আর ট্র্যাভেলস: কল্যাণপুর – 01711394801, 88-02-9033793, গাবতলি – 88-02-9031226, মহাখালি – 01552-315831, উত্তরা – 01711-394804
কুড়িগ্রাম পরিবহন 01924469437, 01914856826
আরও পড়ুনঃ তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার উপায়
ট্রেনে যাবার উপায়
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন সকাল ৯ টা ছেড়ে যায়। সোমবার ছাড়া সপ্তাহের ৬ দিন রংপুর এক্সপ্রেস ট্রেন চলাচল করে। রংপুর যেতে ২০০ থেকে ৭০০ টাকা ভাড়া লাগে।
রংপুর থেকে ভিন্নজগত
রংপুর থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস কিংবা ইজিবাইকে সরাসরি ভিন্নজগতে যাওয়া যায়। ভিন্নজগত যেতে প্রাইভেটকারের ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা এবং মাইক্রোবাসের ভাড়া ৮০০ থেকে ১০০০ টাকা। আর ব্যাটারি চালিত ইজিবাইকে ভিন্নজগতে যেতে ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া লাগে। আবার চাইলে রংপুরের পাগলাপীর বাস স্ট্যান্ড হতে সৈয়দপুর কিংবা দিনাজপুরগামী গাড়িতে চড়ে ভিন্নজগতে যেতে পারবেন।
যোগাযোগ
বনানী অফিস
House 131 (2nd floor)
Road 04, Block A, Banani, Dhaka-1213,
Phone: 02-8833869 থেকে 71 পর্যন্ত
Cell: 01912134062, 01713038493
উত্তরা অফিস
House 03, Shaista Khan Avenue, Sector 04,
Uttara, Dhaka-1230.
Phone: 8802-8953348, 8802-8953349
Cell: 01713038492, 01713038495
রংপুর অফিস
Diamond Particle board mills Ltd.
Uttam, Hajirhat,
Rangpur
Cell: 01856491276, 01856491280, 01856491275
Fax: 880-521-64179
আবাসিক ব্যবস্থা
ভিন্নগজতের ড্রিম প্যালেসে রাত্রি যাপন করতে পারবেন। থ্রি স্টার মানের ড্রিম প্যালেসে প্রতি রাত যাপনের জন্য আপনাকে ১০০০ থেকে ৫০০০ভাড়া লাগে। এছাড়া চাইলে থাকতে পারেন রংপুরের বিভিন্ন আবাসিক হোটেলে। রংপুরে বিভিন্ন আবাসিক হোটেলে মৌসুমের চাহিদা অনুযায়ী মূল্য নেওয়া হয়ে থাকে।
পর্যটন মোটেল: 0521-62111, হোটেল নর্থভিউ: 0521-55405, 0521-55406, দি পার্ক হোটেল: 0521-65920, হোটেল তিলোত্তমা: 0521-63482, 01718938424, হোটেল গোল্ডেন টাওয়ার: 0521-65920, হোটেল কাশপিয়া: 0521-61111, 01977-227742
খাবার-দাবার
ভিন্নজগতে অবস্থিত রেস্টুরেন্টে সব ধরণের খাবার পাবেন। আর চাইলে রংপুর শহরে বিভিন্ন মানের হোটেল বা রেস্টুরেন্ট থেকে নিজের চাহিদা মত খাবার খেয়ে নিতে পারবেন তবে আমের সিজনে রংপুর গেলে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমেরএর সাদ নিতে ভুল করবেন না।