লাউচাপড়া পিকনিক স্পট

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

লাউচাপড়া পিকনিক স্পট বা লাউচাপড়া অবকাস কেন্দ্র (Lauchapra Picnic Spot) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্ত ঘেষে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে  কিংবা বুনো পাহাড়, ঘন অরণ্য , পাহাড়ি  ঝরনার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য এবং আদিবাসীদের স্বতন্ত্র জীবনধারা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। পর্যটকদের সুবিধার জন্য ১৯৯৬ সালে জামালপুর জেলা পরিষদ ভারত বাংলাদেশ সীমান্ত ঘেষে গারো পাহাড়ে ২৬ একর জায়গা জুড়ে লাউচাপড়া পিকনিক স্পট নির্মাণ করে। পিকনিট স্পটের চার পাশে উচ্চু উঁচু পাহাড় যা আপনাকে মুগ্ধ করবে।

কি দেখবেন লাউচাপড়া

পাহাড়ের  উপর আরও ৬০ ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সবুজ পাহাড় সারি, মেঘের লুকোচুরি খেলা এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্থ থেকে ছুটে আশে প্রকৃতি প্রেমিক ভ্রমনপিপাসু পর্যটকেরা। আর এখানে শিশুদের জন্য রয়েছে দোলনা, স্লিপার সহ বেশকিছু রাইড এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পার্কে প্রবেশ করতে হলে দশ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়। গারো পাহাড়ের চূরায় দাঁড়িয়ে চারদিকে তাকালে শুধু পাহাড় আর পাহাড়- যেন সবুজ চাদর মোড়ানো প্রকৃতি।

এখানে রয়েছে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত স্বচ্ছ পানির অসংখ্য ঝরনা ধারা। মনে হবে এসব দেখতে কাটিয়ে দেই জীবনের খানিকটা সময়। নানা প্রজাতি পাখির কিচিরমিচির আপনার মন বড়িয়ে দিবে। এখানে চারপাশে বিরাট এলাকা জুড়ে রয়েছে আকাশ মনি, ইউক্যলিপটাস, বেলজিয়াম, রাবার, ওষুধী গাছ বাগান ও কড়ই ছাড়াও নানা জাতের লতাগুল্ম আর বাহারি গাছ গাছালিতে সৌন্দর্যমন্ডিত সবুজের সমারোহ।

আরও পড়ুনঃ মধুটিলা ইকপার্ক ভ্রমণ তথ্য

কি ভাবে যাবেন লাউচাপড়া অবকাস কেন্দ্র

লাউচাপড়া পিকনিক স্পট জামালপুর জেলায় হলেও ঢাকা থেকে ভ্রমনে গেলে শেরপুর জেলা হয়ে ভ্রমণ করা সবচেয়ে সুবিধাজনক। ঢাকা থেকে ড্রীমল্যান্ড, সোনারবাংলা ইত্যাদি বিভিন্ন বাসে করে শেরপুর এসে সেখান থেকে অন্য বাসে বকশীগঞ্জ চলে আসুন। বকশীগঞ্জ থেকে রিক্সা বা অটো দিয়ে সহজে লাউচাপড়া পিকনিক স্পট যাওয়া যায়।

ঢাকা টু শেরপুর বাস

সোনার বাংলা – যোগাযোগ ০১৭৭১-৫৫০০২০

সাদিকা – যোগাযোগ ০১৭১২১১৯১৮১, ০১৭৩৬৯৯০১৬১

শেরপুর চেম্বার অব কমার্স – যোগাযোগ ০১৩০০৮২৩৫১৫

শেরপুর টেনিস ক্লাব – যোগাযোগ ০১৭৬১৭৯৭৯৭৭

এস এ ট্রাভেলস – যোগাযোগ ০১৭২৪১৯১১১৮

কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি (শেরপুর-ঢাকা-শেরপুর)  – যোগাযোগ ০১৭৫৫-৪১৮১৪৩, ০১৯১২-৫৬৭৫৩০

এসি ডিলাক্স – যোগাযোগ ০১৭৩৪১৯০৬৬৫

এসি সুপার ডিলাক্স – যোগাযোগ ০১৭২৯৫৯২২৯৪

শেরপুর জেলা ক্রীড়া সংস্থা(এসি) (শেরপুর-ঢাকা-শেরপুর) – যোগাযোগ ০১৩১৩-৯৭০১২৯

বিআরটিসি(এসি) – যোগাযোগ ০১৭৫৮-৮৩৬৯৪৩

এফ জেড লাইন  – যোগাযোগ ০১৭৩০-৪৮৩১৭১

মুন রাজ – যোগাযোগ ০১৭৫৫-৪১৮১৪৩, ০১৯১২-৫৬৭৫৩০

মনিমুক্তা – যোগাযোগ ০১৯১৬-৫৯৫১৫১, ০১৭২৫৩৭১৮১৯

সুপ্রিম নাইট/ডে কোচ – যোগাযোগ ০১৭৭৫-৪১৩৫৪১

কোথায় থাকবেন

লাউচাপড়া রাত্রিযাপন করতে চাইলে জামালপুর জেলা পরিষদের পাহাড়িকা বাংলো এবং ব্যক্তি মালিকানাধীন বনফুল রিসোর্টে রাত্রিযাপন করতে পারবেন। তবে জেলা পরিষদের বাংলোতে  থাকতে চাইলে আপনাকে পূর্ব অনুমতি নিয়ে আসতে হবে। জামালপুর জেলা পরিষদে যোগাযোগের ফোন নাম্বার- 0981-62716, 0981-63514, 0981-63240। আর বনফুল রিসোর্ট থাকতে চাইলে  যোগাযোগ করতে পারেন রিভার এন্ড গ্রীন ট্যুরস, এম আর সেন্টার, (৭ম তলা), বাড়ি-৪৯, সড়ক ১৭, বনানি বাজার, ঢাকা। ফোন- 8826759, 0789-224593।


পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!